Ajker Patrika

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৌরভ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ১০
Thumbnail image

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী। অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হলেন তিনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। আগেও সৌরভ আইসিসির ক্রিকেট কমিটিতে ছিলেন। তখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন না। এবার বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীন এই দায়িত্ব পেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। 

২০১২ সালে ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসেবে এসেছিলেন কুম্বলে। এরপর ২০১৬ সালেও কুম্বলেকে পুনর্নিয়োগ করা হয়। ২০১৯ সালে আবারও তিন বছর মেয়াদে এই পদে নির্বাচিত হন সাবেক এই ভারতীয় স্পিনার। টানা ৯ বছর ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এবার তাঁর জায়গায় এলেন সৌরভ। 

২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভ। এবার সাবেক ভারতীয় অধিনায়কের কাঁধে চাপল আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইসিসি ক্রিকেট কমিটি মূলত প্রশাসনিক কাজ করে থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়মকানুন ঠিকমতো মেনে চলা হয়েছে কি না, সেসব দেখভাল করে এই কমিটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত