ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে।
সৌরভের সেই উদ্যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়।
সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’
কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন এমন করেছিলাম।’
ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে।
সৌরভের সেই উদ্যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়।
সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’
কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন এমন করেছিলাম।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৫ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে