গুঞ্জনটা আগে থেকেই ছিল। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় সেটা আরও ডালপালা মেলে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।
এর আগেও দ্রাবিড়কে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন রাজি না হলেও এবার আর না করতে পারেননি ‘দ্য ওয়াল’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, শাস্ত্রির জায়গায় কোহলিদের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়াকে আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে দ্রাবিড়ের বেতন হবে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকা)। আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়। এই সময়কালে তাঁর অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এসব ব্যাপারে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। তিনি দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’
গত দুই বছর ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ভারতের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ ছিলেন দ্রাবিড়।
গুঞ্জনটা আগে থেকেই ছিল। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় সেটা আরও ডালপালা মেলে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।
এর আগেও দ্রাবিড়কে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন রাজি না হলেও এবার আর না করতে পারেননি ‘দ্য ওয়াল’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে, শাস্ত্রির জায়গায় কোহলিদের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।
টাইমস অব ইন্ডিয়াকে আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী বছরে দ্রাবিড়ের বেতন হবে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকা)। আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়। এই সময়কালে তাঁর অধীনে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলবে ভারত।
এসব ব্যাপারে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড় চূড়ান্ত হয়েছেন। তিনি দ্রুতই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’
গত দুই বছর ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ভারতের সর্বশেষ শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ ছিলেন দ্রাবিড়।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১০ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৩ ঘণ্টা আগে