টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়ে ভারতের কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। বিরাট কোহলিদের কোচ হিসেবে শুরুটাও মনে রাখার মতো হয়েছে ‘দ্য ওয়ালের’। টি-টোয়েন্টির পর টেস্টেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে ‘দ্রাবিড়ের ভারত’। তবে দ্রাবিড়ের কোচিংয়ের শুরুটা বয়সভিত্তিক দলের সঙ্গে।
বড় মঞ্চে কাজ করার চেয়ে খেলোয়াড় গড়ে তোলায় নিজেকে জড়িত রাখতে চেয়েছিলেন দ্রাবিড়। এ জন্য তো কয়েকবার জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দেওয়ার কথা শোনা গেছে। তবে শেষ পর্যন্ত আর না করতে পারেননি। এবার প্রস্তাবটা যে এসেছিল একসময়ের প্রিয় সতীর্থ সৌরভ গাঙ্গুলির কাছ থেকে। তবে যতটা সহজ মনে করা হচ্ছে, এবারও দ্রাবিড়কে রাজি করানো এতটা সহজ ছিল না সৌরভের জন্য।
এত দিন দ্রাবিড়ের কোচ হওয়া নিয়ে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন গাঙ্গুলি। দ্রাবিড়কে জাতীয় দলের দায়িত্বে আনার পরিকল্পনা যে আগে থেকেই ছিল, সেটা জানিয়ে বিসিসিআইয়ের এই সভাপতি বলেছেন, ‘আমার এবং জয় শাহর (বিসিসিআইয়ের সেক্রেটারি) পরিকল্পনায় দ্রাবিড় অনেক দিন ধরেই ছিল। তবে অনেকটা সময় পরিবার ছেড়ে থাকতে হয় বলে দ্রাবিড় রাজি হচ্ছিল না। জাতীয় দলের কোচ হওয়া মানে বছরের ৮-৯ মাসই দেশের বাইরে কাটাতে হবে। একটা সময় আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। এনসিএর প্রধান হিসেবে তার দায়িত্ব ছিল তরুণদের গড়ে তোলা। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটা মসৃণ রাখা।
তা শেষ পর্যন্ত কীভাবে রাজি হলেন দ্রাবিড়? সেটাও শোনা যাক গাঙ্গুলির মুখেই, ‘সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দ্রাবিড়কে এনসিএতে নিয়োগের পরও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জোরাজুরি করতে থাকি। সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত দ্রাবিড় রাজি হয়। জানি না, হঠাৎ করে তার মনে কী ভাবনা এসেছিল। তবে এটা সত্যি, শেষ পর্যন্ত সে আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। রবি শাস্ত্রীর মেয়াদ শেষের পর দ্রাবিড়কে কোচ করার জন্য বোর্ডের কাছে এটাই সবচেয়ে বড় সুযোগ ছিল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়ে ভারতের কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। বিরাট কোহলিদের কোচ হিসেবে শুরুটাও মনে রাখার মতো হয়েছে ‘দ্য ওয়ালের’। টি-টোয়েন্টির পর টেস্টেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে ‘দ্রাবিড়ের ভারত’। তবে দ্রাবিড়ের কোচিংয়ের শুরুটা বয়সভিত্তিক দলের সঙ্গে।
বড় মঞ্চে কাজ করার চেয়ে খেলোয়াড় গড়ে তোলায় নিজেকে জড়িত রাখতে চেয়েছিলেন দ্রাবিড়। এ জন্য তো কয়েকবার জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দেওয়ার কথা শোনা গেছে। তবে শেষ পর্যন্ত আর না করতে পারেননি। এবার প্রস্তাবটা যে এসেছিল একসময়ের প্রিয় সতীর্থ সৌরভ গাঙ্গুলির কাছ থেকে। তবে যতটা সহজ মনে করা হচ্ছে, এবারও দ্রাবিড়কে রাজি করানো এতটা সহজ ছিল না সৌরভের জন্য।
এত দিন দ্রাবিড়ের কোচ হওয়া নিয়ে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন গাঙ্গুলি। দ্রাবিড়কে জাতীয় দলের দায়িত্বে আনার পরিকল্পনা যে আগে থেকেই ছিল, সেটা জানিয়ে বিসিসিআইয়ের এই সভাপতি বলেছেন, ‘আমার এবং জয় শাহর (বিসিসিআইয়ের সেক্রেটারি) পরিকল্পনায় দ্রাবিড় অনেক দিন ধরেই ছিল। তবে অনেকটা সময় পরিবার ছেড়ে থাকতে হয় বলে দ্রাবিড় রাজি হচ্ছিল না। জাতীয় দলের কোচ হওয়া মানে বছরের ৮-৯ মাসই দেশের বাইরে কাটাতে হবে। একটা সময় আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। এনসিএর প্রধান হিসেবে তার দায়িত্ব ছিল তরুণদের গড়ে তোলা। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটা মসৃণ রাখা।
তা শেষ পর্যন্ত কীভাবে রাজি হলেন দ্রাবিড়? সেটাও শোনা যাক গাঙ্গুলির মুখেই, ‘সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দ্রাবিড়কে এনসিএতে নিয়োগের পরও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জোরাজুরি করতে থাকি। সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত দ্রাবিড় রাজি হয়। জানি না, হঠাৎ করে তার মনে কী ভাবনা এসেছিল। তবে এটা সত্যি, শেষ পর্যন্ত সে আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। রবি শাস্ত্রীর মেয়াদ শেষের পর দ্রাবিড়কে কোচ করার জন্য বোর্ডের কাছে এটাই সবচেয়ে বড় সুযোগ ছিল।’
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৩ ঘণ্টা আগে