সৌরভ গাঙ্গুলী ‘লাভ ফিল্মস’র ব্যানারে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই তৈরী হবে তাঁর বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তাঁর বায়োপিক। সেই পোস্ট ভাইরাল। সকলে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক জনপ্রিয় এই অধিনায়ককে। বড় বাজেটের এই ছবিটি হিন্দিতেই হবে। আজ চিত্রনির্মাতা লাভ রঞ্জনও ঘোষণা করলেন, সৌরভকে নিয়ে বায়োপিকটি তিনি পরিচালনা করবেন।
আজ বৃহস্পতিবার সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।’বায়োপিক তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়ক একবার জানিয়েছিলেন তিনি নিজের চরিত্রে রনবীর কাপুরকে দেখতে চান। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, হৃত্বিক রোশানের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করা নিয়ে। তবে লাভ রঞ্জনের সঙ্গে রনবীরের সম্পর্ক বেশ ভালো। বর্তমানে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন এই অভিনেতা। তবে, অনেকে এখনি বলছেন রনবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলির চরিত্রেও মন্দ লাগবে না।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের ‘দাদা’। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তাঁর বাস্তব জীবনের ও ক্যারিয়ারের ওঠা নামার গল্প যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সকলের মনে ঘর করে থাকবেন তিনি। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম নানা গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশও করেছে, আজ তা বাস্তব হল।
সৌরভ গাঙ্গুলী ‘লাভ ফিল্মস’র ব্যানারে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই তৈরী হবে তাঁর বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তাঁর বায়োপিক। সেই পোস্ট ভাইরাল। সকলে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক জনপ্রিয় এই অধিনায়ককে। বড় বাজেটের এই ছবিটি হিন্দিতেই হবে। আজ চিত্রনির্মাতা লাভ রঞ্জনও ঘোষণা করলেন, সৌরভকে নিয়ে বায়োপিকটি তিনি পরিচালনা করবেন।
আজ বৃহস্পতিবার সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।’বায়োপিক তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়ক একবার জানিয়েছিলেন তিনি নিজের চরিত্রে রনবীর কাপুরকে দেখতে চান। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, হৃত্বিক রোশানের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করা নিয়ে। তবে লাভ রঞ্জনের সঙ্গে রনবীরের সম্পর্ক বেশ ভালো। বর্তমানে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন এই অভিনেতা। তবে, অনেকে এখনি বলছেন রনবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলির চরিত্রেও মন্দ লাগবে না।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের ‘দাদা’। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তাঁর বাস্তব জীবনের ও ক্যারিয়ারের ওঠা নামার গল্প যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সকলের মনে ঘর করে থাকবেন তিনি। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম নানা গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশও করেছে, আজ তা বাস্তব হল।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৩৯ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগে