বিনোদন ডেস্ক
সৌরভ গাঙ্গুলী ‘লাভ ফিল্মস’র ব্যানারে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই তৈরী হবে তাঁর বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তাঁর বায়োপিক। সেই পোস্ট ভাইরাল। সকলে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক জনপ্রিয় এই অধিনায়ককে। বড় বাজেটের এই ছবিটি হিন্দিতেই হবে। আজ চিত্রনির্মাতা লাভ রঞ্জনও ঘোষণা করলেন, সৌরভকে নিয়ে বায়োপিকটি তিনি পরিচালনা করবেন।
আজ বৃহস্পতিবার সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।’
বায়োপিক তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়ক একবার জানিয়েছিলেন তিনি নিজের চরিত্রে রনবীর কাপুরকে দেখতে চান। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, হৃত্বিক রোশানের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করা নিয়ে। তবে লাভ রঞ্জনের সঙ্গে রনবীরের সম্পর্ক বেশ ভালো। বর্তমানে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন এই অভিনেতা। তবে, অনেকে এখনি বলছেন রনবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলির চরিত্রেও মন্দ লাগবে না।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের ‘দাদা’। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তাঁর বাস্তব জীবনের ও ক্যারিয়ারের ওঠা নামার গল্প যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সকলের মনে ঘর করে থাকবেন তিনি। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম নানা গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশও করেছে, আজ তা বাস্তব হল।
সৌরভ গাঙ্গুলী ‘লাভ ফিল্মস’র ব্যানারে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই তৈরী হবে তাঁর বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তাঁর বায়োপিক। সেই পোস্ট ভাইরাল। সকলে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক জনপ্রিয় এই অধিনায়ককে। বড় বাজেটের এই ছবিটি হিন্দিতেই হবে। আজ চিত্রনির্মাতা লাভ রঞ্জনও ঘোষণা করলেন, সৌরভকে নিয়ে বায়োপিকটি তিনি পরিচালনা করবেন।
আজ বৃহস্পতিবার সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।’
বায়োপিক তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়ক একবার জানিয়েছিলেন তিনি নিজের চরিত্রে রনবীর কাপুরকে দেখতে চান। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, হৃত্বিক রোশানের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করা নিয়ে। তবে লাভ রঞ্জনের সঙ্গে রনবীরের সম্পর্ক বেশ ভালো। বর্তমানে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন এই অভিনেতা। তবে, অনেকে এখনি বলছেন রনবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলির চরিত্রেও মন্দ লাগবে না।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের ‘দাদা’। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তাঁর বাস্তব জীবনের ও ক্যারিয়ারের ওঠা নামার গল্প যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সকলের মনে ঘর করে থাকবেন তিনি। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম নানা গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশও করেছে, আজ তা বাস্তব হল।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১০ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৫ ঘণ্টা আগে