বন্যায় হবিগঞ্জে ক্ষতি ৫০০ কোটি টাকা
হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে সাত উপজেলায় বন্যা হয়। এতে কৃষি, মৎস্য, যোগাযোগ ও শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি দপ্তরগুলোর তথ্যমতে, জেলায় বিভিন্ন খাতে অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি করেছে বন্যা। তবে বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। পানি নামার পর ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।