Ajker Patrika

মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৩: ৩৬
মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২৫

মাছ ধরা নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গতকাল জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও ও নবীগঞ্জ উপজেলার বাগাউরা গ্রামবাসীদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। জখম ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামারগাঁও গ্রামের সবুজ মিয়া ও বাগাউরা গ্রামের সুমন মিয়ার মধ্যে গতকাল বিবিয়ানা নদীতে মাছ ধরা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ২৫ জন আহত হন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত