Ajker Patrika

নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে বাস চলে না ১৬ দিন, দুর্ভোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪: ১৪
নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে বাস চলে না ১৬ দিন, দুর্ভোগ

অটোরিকশা চলাচল ও মালিক-শ্রমিক অনৈক্যকে কেন্দ্র করে হবিগঞ্জ বাস মালিক সমিতি নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে ১৬ দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা বলছেন, সিদ্ধান্তহীনতার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ঠিকমতো গাড়ি চালাতে না পারা, কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় অভিযোগ এবং মালিকদের সঙ্গে আয়-ব্যয়ের বিরোধকে কেন্দ্র করে গত ১৪ জুলাই থেকে কোনো ধরনের নোটিশ না দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক সমিতি। মালিকদের না বলে বাস বন্ধ করে দেওয়ায় দুই পক্ষের টানাপোড়েনে ১৬ দিনেও চালু হয়নি নবীগঞ্জ-হবিগঞ্জ রুটের বাস চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এই রুটে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা অনেকটা বাধ্য হয়ে টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করছেন। কয়েক দফা বৈঠকের পরও আপস মীমাংসা না হওয়ায় গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) বাস চলাচল বন্ধ ছিল।

যাত্রী পথচারীরা জানান, হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছে তাঁরা। বাস বন্ধের সুযোগে অটোরিকশার চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এতে করে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে অটোরিকশার চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটছে।

জেলা শহরের কিবরিয়া সেতু এলাকা থেকে গত সোমবার পর্যন্ত অটোরিকশার ভাড়া ছিল ৫০ টাকা, ইমামবাড়ির ভাড়া ছিল ৩০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৫০ ও ৭০ টাকা। এমনকি স্থানভেদে এই ভাড়া কোথাও কোথায় ১০ থেকে ২০ টাকা বেশি রাখা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।

লায়লা বেগম নামে এক যাত্রী বলেন, ‘আমি প্রায় দিনই হবিগঞ্জ-নবীগঞ্জ রুটে বাস দিয়ে যাতায়াত করি। হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় আমার মতো অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, ‘অটোরিকশার জন্য তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন। এমনকি মালিকপক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা না করায় তাঁদের পক্ষে বাস চালানো সম্ভব হচ্ছে না।’

হবিগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী বলেন, ‘আঞ্চলিক সড়কে অটোরিকশা বন্ধ করা না হলে দূরপাল্লার বাস চালিয়ে পরিবহন শ্রমিকেরা পেটের ভাত জোগাতে পারবে না। তাহলে বাস চালিয়ে কী করব। এ ব্যাপারে মালিক শ্রমিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংঙ্কর শুভ রায় বলেন, ‘আমরা অচিরেই শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে প্রশাসন অতি শিগগিরই অটোরিকশা বন্ধ না করলে এই রুটে বাস চালু রাখা আমাদের জন্য কষ্টসাধ্য হবে।’

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, ‘বাস বন্ধের বিষয়ে মালিক-শ্রমিক কোনো পক্ষই আমার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। তবে বিষয়টি আমি দেখছি। শিগগিরই বাস পুনরায় চালুর বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত