কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে বেশির ভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় কমলগঞ্জে গ্যাস-সংকটে পড়েছে প্রায় ৬০০ সিএনজিচালিত অটোরিকশা। গ্যাস না পেয়ে বেশির ভাগ অটোরিকশাচালক তিন দিন ধরে সড়কে নামতে পারছেন না। এতে দুর্ভোগে পড়েছেন এসব অটোরিকশার চালক, মালিক ও যাত্রীরা।
জানা গেছে, উপজেলার অটোরিকশাগুলো মৌলভীবাজার শহরের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে। কিন্তু লোডশেডিং, জেনারেটর সমস্যা ও সরকারি নির্দেশনা না মানায় পাঁচটি ফিলিং স্টেশন বন্ধ হওয়ার কারণে অটোরিকশাগুলো কোনোভাবেই জ্বালানি সংগ্রহ করতে পারছে না।
যে কয়টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রয়েছে এসব স্টেশনে অতিরিক্ত গাড়ি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও গ্যাস পাচ্ছে না বেশির ভাগ অটোরিকশা। ফলে এসব গাড়ি বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে চালকদের। এদিকে গ্যাস সংকটের অজুহাতে অটোরিকশায় অতিরিক্ত ভারা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, উপজেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অটোরিকশার প্রায় এক কিলোমিটারের দীর্ঘ দুটি লাইন হয়েছে। জেলার পাঁচটি গ্যাস স্টেশন বন্ধ থাকার কারণে বিভিন্ন উপজেলা থেকে গ্যাস নেওয়ার জন্য এসব লাইনে কয়েক ঘণ্টা ধরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন চালকেরা। এ ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে গ্যাস স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। ফলে উপজেলার, ভানুগাছ, আদমপুর, শমশেরনগর, মুন্সিবাজার ও শহীদনগর বাজারের প্রায় ৬০০ অটোরিকশা বন্ধ রয়েছে।
গ্যাস নিতে আসা কয়েকজন অটোরিকশা চালক জানান, তাঁদের মধ্যে অনেকে রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে সকাল ৭টার দিকে গ্যাস পেয়েছেন। আবার কেউ তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর শোনেন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতির দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তাঁরা।
গ্যাস স্টেশন লাইনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাচালক সোহেল মিয়া ও সজিব দেবনাথ বলেন, গত শনিবার তাঁদের গাড়ি বন্ধ ছিল। গতকাল সকাল ৭টার দিকে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। কিন্তু প্রায় চার ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর হঠাৎ করে গ্যাস স্টেশন বন্ধ হয়ে যায়। গ্যাস না পেলে গাড়ি কীভাবে চালাবেন আর পরিবারের জন্য কী নিয়ে যাবেন?
কমলগঞ্জের শমশেরনগরের উত্তর বাজার অটোরিকশাস্ট্যান্ডের সভাপতি মো. মোস্তফা মিয়া বলেন, গ্যাস-সংকটে তাঁদের স্ট্যান্ডের প্রায় ২০০ গাড়ি বন্ধ হয়ে গেছে। গত দুই দিনের চেয়ে গতকাল সবচেয়ে বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে চালকদের অনাহারে থাকতে হবে। সিএনজি ফিলিং স্টেশনগুলোর সমস্যা সমাধান করে তাড়াতাড়ি খুলে দেওয়া হোক।
মৌলভীবাজারে বেশির ভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় কমলগঞ্জে গ্যাস-সংকটে পড়েছে প্রায় ৬০০ সিএনজিচালিত অটোরিকশা। গ্যাস না পেয়ে বেশির ভাগ অটোরিকশাচালক তিন দিন ধরে সড়কে নামতে পারছেন না। এতে দুর্ভোগে পড়েছেন এসব অটোরিকশার চালক, মালিক ও যাত্রীরা।
জানা গেছে, উপজেলার অটোরিকশাগুলো মৌলভীবাজার শহরের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে। কিন্তু লোডশেডিং, জেনারেটর সমস্যা ও সরকারি নির্দেশনা না মানায় পাঁচটি ফিলিং স্টেশন বন্ধ হওয়ার কারণে অটোরিকশাগুলো কোনোভাবেই জ্বালানি সংগ্রহ করতে পারছে না।
যে কয়টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রয়েছে এসব স্টেশনে অতিরিক্ত গাড়ি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও গ্যাস পাচ্ছে না বেশির ভাগ অটোরিকশা। ফলে এসব গাড়ি বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে চালকদের। এদিকে গ্যাস সংকটের অজুহাতে অটোরিকশায় অতিরিক্ত ভারা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, উপজেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অটোরিকশার প্রায় এক কিলোমিটারের দীর্ঘ দুটি লাইন হয়েছে। জেলার পাঁচটি গ্যাস স্টেশন বন্ধ থাকার কারণে বিভিন্ন উপজেলা থেকে গ্যাস নেওয়ার জন্য এসব লাইনে কয়েক ঘণ্টা ধরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন চালকেরা। এ ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে গ্যাস স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। ফলে উপজেলার, ভানুগাছ, আদমপুর, শমশেরনগর, মুন্সিবাজার ও শহীদনগর বাজারের প্রায় ৬০০ অটোরিকশা বন্ধ রয়েছে।
গ্যাস নিতে আসা কয়েকজন অটোরিকশা চালক জানান, তাঁদের মধ্যে অনেকে রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে সকাল ৭টার দিকে গ্যাস পেয়েছেন। আবার কেউ তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর শোনেন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতির দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তাঁরা।
গ্যাস স্টেশন লাইনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাচালক সোহেল মিয়া ও সজিব দেবনাথ বলেন, গত শনিবার তাঁদের গাড়ি বন্ধ ছিল। গতকাল সকাল ৭টার দিকে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। কিন্তু প্রায় চার ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর হঠাৎ করে গ্যাস স্টেশন বন্ধ হয়ে যায়। গ্যাস না পেলে গাড়ি কীভাবে চালাবেন আর পরিবারের জন্য কী নিয়ে যাবেন?
কমলগঞ্জের শমশেরনগরের উত্তর বাজার অটোরিকশাস্ট্যান্ডের সভাপতি মো. মোস্তফা মিয়া বলেন, গ্যাস-সংকটে তাঁদের স্ট্যান্ডের প্রায় ২০০ গাড়ি বন্ধ হয়ে গেছে। গত দুই দিনের চেয়ে গতকাল সবচেয়ে বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে চালকদের অনাহারে থাকতে হবে। সিএনজি ফিলিং স্টেশনগুলোর সমস্যা সমাধান করে তাড়াতাড়ি খুলে দেওয়া হোক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪