Ajker Patrika

তিন উপজেলায় আরও ৩ মরদেহ উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৪: ০৪
তিন উপজেলায় আরও   ৩ মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিয়ের চার দিনের মাথায় লাশ হলেন এক তরুণী। অন্যদিকে টাঙ্গাইলের নাগরপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিয়ের ৪ দিন পর পুকুর থেকে মারুফা আক্তার (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে সেহলারচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের চায়নামোড় এলাকার হাসানের সঙ্গে মারুফার বিয়ে হয়। রোববার মারুফা তাঁর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসেন। পরে ওই দিন রাত ১০টা থেকে মারুফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় মারুফার লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মানড়া নয়াপাড়া এলাকা থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল লাশটি উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সমেশ আলীর ছেলে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল বাউরী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিপুল বাউরী আলীনগর চা-বাগান এলাকার বাসিন্দা। ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বিপুল বাউরী।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে আধুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত