Ajker Patrika

সড়ক ধসে যান চলাচল বন্ধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৩: ০১
সড়ক ধসে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকায় বেইলি ব্রিজের সংযোগ সড়কের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গত বুধবার সন্ধ্যা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শত শত যানবাহন চলাচল করে। হঠাৎ করে গত বুধবার বিকেলে সড়কের বেইলি ব্রিজের সংযোগ সড়কের একাংশের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়। এতে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে কর্মস্থলে ফিরতে দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদের ছুটিতে বাড়ি আসা বিভিন্ন পেশাজীবীরা। এর পাশাপাশি চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন এলাকাবাসী।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলীনুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ মহাসড়কটি গত তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় দুর্ভোগে আছেন লাখো মানুষ। গতকাল পর্যন্ত ধসে যাওয়া স্থানে মেরামত করা হয়নি। কয়েকটি মাটির বস্তা ফেলে রাখা হয়েছে।’

এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংস্কার কাজের জন্য ক্ষতিগ্রস্ত স্থানে মালামাল পাঠানো হয়েছে।’

জগন্নাথপুর ইউএনও সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত