Ajker Patrika

বন্যায় জলমহালের ক্ষতি বিপাকে মৎস্যজীবীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ৪৭
বন্যায় জলমহালের ক্ষতি বিপাকে মৎস্যজীবীরা

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ। এমন বন্যা এর আগে দেখেনি এ জেলার বাসিন্দারা। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, সড়কসহ বহু স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে দিরাই উপজেলার কছমা জলমহালটিও। বানের পানিতে জলমহালের বাঁশ-কাঁটা ভেসে গেছে। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। ইতিমধ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।

এতে বলা হয়, জলমহালটি ১৪২৪-১৪২৯ বাংলা সন মেয়াদে ভরারগাঁও মৎস্য সমবায় সমিতি লিমিটেডের আওতায় ইজারা দেওয়া হয়। এরপর মহালটি গভীর করতে সমিতির সদস্যরা মাসব্যাপী মাটি কাটেন। সমিতির সদস্যরা অর্থ বিনিয়োগ করেন। শুরুতে নির্দিষ্ট সময়ে মহালটি সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে মাছ চাষও ব্যাহত হয়। যখন পুরোদমে মাছ চাষসহ শুরু হয় তখন দেখা দেয় বন্যা। ভয়াবহ এই বন্যায় জলমহালের বাঁশ-কাঁটা ভাসিয়ে নিয়ে গেছে। মাছ সংগ্রহের আগেই ভেসে যায়। এ সমিতির সদস্যরা বর্তমানে নিঃস্ব প্রায়।

ক্ষয়ক্ষতির কারণে এক বছর ইজারার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে সমিতির সভাপতি মো. গুলজার মিয়া গত রোববার সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে জেলা প্রশাসকের কাছে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত