Ajker Patrika

আওয়ামী লীগের প্রার্থী রাহেলকে কারাগারে পাঠালেন আদালত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫: ১৫
আওয়ামী লীগের প্রার্থী রাহেলকে কারাগারে পাঠালেন আদালত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগে সহিংসতার মামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার গোলাম রসুল চৌধুরী রাহেল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার শুনানি শেষে তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলা দুটার দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়। গোলাম রসুল চৌধুরী রাহেল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের মেয়ের স্বামী।

মামলার বিবরণে জানা গেছে, গত বছর নবীগঞ্জ পৌর নির্বাচনের আগের দিন ১৫ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ও তাঁর লোকজন বিএনপির প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা করেন। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন গোলাম রসুল চৌধুরী রাহেল। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন।

এ ঘটনায় ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই হাদিছ মিয়া চৌধুরী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ মার্চ অভিযোগপত্র দেয় পিবিআই। পরে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বাদী পক্ষের আইনজীবী বদরু মিয়া বলেন, ‘মামলার অভিযোগপত্র দাখিলের পর আসামি গোলাম রসুল চৌধুরী রাহেলের নামে পরোয়ানা জারি হয়। গতকাল সোমবার তিনি হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত গোলাম রসুল চৌধুরী রাহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত