চমকে ভরা শাহরুখের ‘জাওয়ান’র ট্রেলার
হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হল জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রুপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনও তিনি ফাইটার, কখনও জেলার, কখনও বা তিনিই হিরো, কখনও আবার ভিলেন।