Ajker Patrika

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৭: ৩৪
বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে যা বললেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে ভক্তদের উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে ইতিমধ্যে জোর প্রচারণায় নেমেছেন তাঁর ভক্তরা। এদিকে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়, একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। ফাহিম আজিজ নামক এক শাহরুখ ভক্তের টুইটের সঙ্গে জুড়ে দেওয়া ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবির একটি ছবি নজরে এসেছে বলিউড বাদশাহর।

গতকাল শনিবার সেই টুইটটি শেয়ার করেছেন শাহরুখ খান। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইটে তিনি বলেছেন, ‘তোমাদের ধন্যবাদ ছেলেমেয়েরা।’

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ কমিউনিটির ব্যানারে শাহরুখ ভক্তদের দাবি, এর আগে ‘পাঠান’ মুক্তির কয়েক মাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের ঝামেলা নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হোক।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত