বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে ভক্তদের উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে ইতিমধ্যে জোর প্রচারণায় নেমেছেন তাঁর ভক্তরা। এদিকে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়, একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। ফাহিম আজিজ নামক এক শাহরুখ ভক্তের টুইটের সঙ্গে জুড়ে দেওয়া ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবির একটি ছবি নজরে এসেছে বলিউড বাদশাহর।
গতকাল শনিবার সেই টুইটটি শেয়ার করেছেন শাহরুখ খান। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইটে তিনি বলেছেন, ‘তোমাদের ধন্যবাদ ছেলেমেয়েরা।’
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ কমিউনিটির ব্যানারে শাহরুখ ভক্তদের দাবি, এর আগে ‘পাঠান’ মুক্তির কয়েক মাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের ঝামেলা নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হোক।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।
বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে ভক্তদের উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে ইতিমধ্যে জোর প্রচারণায় নেমেছেন তাঁর ভক্তরা। এদিকে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়, একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। ফাহিম আজিজ নামক এক শাহরুখ ভক্তের টুইটের সঙ্গে জুড়ে দেওয়া ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবির একটি ছবি নজরে এসেছে বলিউড বাদশাহর।
গতকাল শনিবার সেই টুইটটি শেয়ার করেছেন শাহরুখ খান। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইটে তিনি বলেছেন, ‘তোমাদের ধন্যবাদ ছেলেমেয়েরা।’
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ কমিউনিটির ব্যানারে শাহরুখ ভক্তদের দাবি, এর আগে ‘পাঠান’ মুক্তির কয়েক মাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের ঝামেলা নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হোক।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১০ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১১ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে