বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক বছর আগে অনুপম খেরের শোতে জানিয়েছিলেন তাঁর ‘গোপন ডায়েরি’র কথা। এরপর তাঁর অনেক ভক্ত তাঁকে আত্মজীবনী লিখতে বলেন। এবার প্রকাশ পেয়েছে শাহরুখের নিজের হাতে লেখা ডায়েরির ছয়টি পাতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ যখন কলেজের ছাত্র, সে সময় তিনি এটি লিখেছিলেন। প্রকাশের পরই শাহরুখের লেখা নিয়ে তাঁর অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছয় পৃষ্ঠার চিঠিতে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন শাহরুখ। চিঠির একটি অংশে শাহরুখ লিখেছেন, ‘আমার যত দূর মনে পড়ে, একটি দুর্দান্ত শৈশব কাটিয়েছি। স্বাভাবিকভাবে জন্ম দেওয়া মায়ের দ্বিতীয় সন্তান আমি। বোনের পাঁচ বছর পর আমার জন্ম হয়। আমার শৈশব ছিল পাড়ার আর দশটা শিশুর মতোই।’
শৈশবে তিনি কেমন দিন কাটিয়েছেন, তা জানিয়েছেন চিঠিতে, ‘পাঁচ বছর বয়সের অন্য বাচ্চাদের মতো মানবথালি স্কুলের মেয়েদের দিকে চোখ টেপা, আন্টিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়া, “চাক্কে পে চাক্কা” গানের তালে নেচে বেড়ানো’—নিজের শৈশব সম্পর্কে এমনই ধারণা দিয়েছেন শাহরুখ।
চিঠির একটি অংশে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও লিখেছেন শাহরুখ, ‘স্কুলেই অভিনয়ের সঙ্গে পরিচিত হই। আমি বরাবরই মানুষকে নকল করতে ওস্তাদ ছিলাম। হেমা মালিনী, দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বাব্বরদের নকল করতাম।’
শাহরুখের এসব লেখা দেখেই তাঁর অনেক ভক্ত উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমরা ভাগ্যবান, বাদশাহর শৈশবকে পেয়েছি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এ তো স্বর্ণখনি। এমন দারুণ স্মৃতিচারণা!’
বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক বছর আগে অনুপম খেরের শোতে জানিয়েছিলেন তাঁর ‘গোপন ডায়েরি’র কথা। এরপর তাঁর অনেক ভক্ত তাঁকে আত্মজীবনী লিখতে বলেন। এবার প্রকাশ পেয়েছে শাহরুখের নিজের হাতে লেখা ডায়েরির ছয়টি পাতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ যখন কলেজের ছাত্র, সে সময় তিনি এটি লিখেছিলেন। প্রকাশের পরই শাহরুখের লেখা নিয়ে তাঁর অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছয় পৃষ্ঠার চিঠিতে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন শাহরুখ। চিঠির একটি অংশে শাহরুখ লিখেছেন, ‘আমার যত দূর মনে পড়ে, একটি দুর্দান্ত শৈশব কাটিয়েছি। স্বাভাবিকভাবে জন্ম দেওয়া মায়ের দ্বিতীয় সন্তান আমি। বোনের পাঁচ বছর পর আমার জন্ম হয়। আমার শৈশব ছিল পাড়ার আর দশটা শিশুর মতোই।’
শৈশবে তিনি কেমন দিন কাটিয়েছেন, তা জানিয়েছেন চিঠিতে, ‘পাঁচ বছর বয়সের অন্য বাচ্চাদের মতো মানবথালি স্কুলের মেয়েদের দিকে চোখ টেপা, আন্টিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়া, “চাক্কে পে চাক্কা” গানের তালে নেচে বেড়ানো’—নিজের শৈশব সম্পর্কে এমনই ধারণা দিয়েছেন শাহরুখ।
চিঠির একটি অংশে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও লিখেছেন শাহরুখ, ‘স্কুলেই অভিনয়ের সঙ্গে পরিচিত হই। আমি বরাবরই মানুষকে নকল করতে ওস্তাদ ছিলাম। হেমা মালিনী, দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বাব্বরদের নকল করতাম।’
শাহরুখের এসব লেখা দেখেই তাঁর অনেক ভক্ত উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমরা ভাগ্যবান, বাদশাহর শৈশবকে পেয়েছি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এ তো স্বর্ণখনি। এমন দারুণ স্মৃতিচারণা!’
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১১ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
১১ ঘণ্টা আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১২ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
১৪ ঘণ্টা আগে