Ajker Patrika

মাছরাঙা টিভিতে শুরু হচ্ছে নতুন দুই অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০০: ৩৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।

সারা বিশ্বে পডকাস্ট শো এখন জনপ্রিয় হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় দর্শক-শ্রোতাদের আগ্রহের কথা বিবেচনায় রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে নামের পডকাস্ট শো। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আগামীকাল রাত ৯টায়। অতিথি থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শোতে মেহজাবীন জানাবেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা এবং না বলা কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। সঞ্চালনা করবেন মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইনচার্জ, ক্রিয়েটিভ) রুম্মান রশীদ খান। রুম্মান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। পাশাপাশি বেশ কিছু নাটক ও সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তাঁর লেখা নাটকের সংখ্যা ১০৯। চলচ্চিত্রের সংখ্যা ৩। রুম্মানের লেখা চলচ্চিত্রগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ১ ও ২’ এবং ‘বিশ্বসুন্দরী’।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

অন্যদিকে প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়েছে স্টার নাইট। শোবিজ তারকাদের নিয়ে নির্মিত অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা পাওয়ায় এবার নতুন আয়োজনে নিয়মিত প্রচার করা হবে স্টার নাইট। আজ প্রচারিত হবে এর প্রথম পর্ব। অতিথি থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলবেন তিনি। বলবেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্র নিয়ে। সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা কথা বলবেন বাঁধনকে নিয়ে। অনুষ্ঠানে দেখানো হবে অভিনেত্রীর প্রিয় গান, নাটক ও চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য। মৌসুমী মৌর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত