চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা-সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর পরিচালক কেতন মেহতার পরিচালনায় ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘মায়া মেমসাব’। এবার সিনেমাটির দৃশ্যধারণের সময়কার কথা স্মরণ করলেন পরিচালক। কেতন জানান, ছবির দৃশ্যধারণ যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সংকটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলায় শুটিং করতে। এর মাধ্যমেই বোঝা যায় কতটা পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সংকটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। দৃশ্যধারণে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান সেখানে। আমি তাঁর এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখ খান মা।
কেতন জানান শাহরুখ খানকে নেওয়ার সুপারিশ করেছিলেন আজিজ মির্জা, আর সইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। এ বিষয়ে কেতন বলেন, ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। ও এল, আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে কেতন জানান, ‘ওর মধ্যে ছিল ভরপুর এনার্জি আর নিজেকে প্রমাণ করার তাগিদ।’
মায়া মেমসাবে সিনেমায় আরও অভিনয় করেছিলেন–দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের দৃশ্যধারণ করা প্রথম চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় ‘দিওয়ানা’, ‘চমৎকার’, ‘রাজু বান গয়া জেন্টেলম্যান’ এবং ‘দিল আশনা হ্যায়’-এর পরে।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে পাঠান সিনেমায়। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের ‘জওয়ান’ আর ‘ডানকি’। যা মুক্তি পাওয়ার কথা যথাক্রমে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। সঙ্গে সালমান খানের টাইগার থ্রি-তেও ক্যামিও করবেন কিং খান।
চলতি সপ্তাহ হঠাৎ রটে যায় আমেরিকায় শুটিং চলাকালীন নাকে চোট পেয়েছেন শাহরুখ। রক্তপাত বন্ধ না হওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচারও। মঙ্গলবার, গৌরী ও আব্রামের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি হোন তিনি।
চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা-সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর পরিচালক কেতন মেহতার পরিচালনায় ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘মায়া মেমসাব’। এবার সিনেমাটির দৃশ্যধারণের সময়কার কথা স্মরণ করলেন পরিচালক। কেতন জানান, ছবির দৃশ্যধারণ যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সংকটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলায় শুটিং করতে। এর মাধ্যমেই বোঝা যায় কতটা পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সংকটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। দৃশ্যধারণে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান সেখানে। আমি তাঁর এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখ খান মা।
কেতন জানান শাহরুখ খানকে নেওয়ার সুপারিশ করেছিলেন আজিজ মির্জা, আর সইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। এ বিষয়ে কেতন বলেন, ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। ও এল, আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে কেতন জানান, ‘ওর মধ্যে ছিল ভরপুর এনার্জি আর নিজেকে প্রমাণ করার তাগিদ।’
মায়া মেমসাবে সিনেমায় আরও অভিনয় করেছিলেন–দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের দৃশ্যধারণ করা প্রথম চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় ‘দিওয়ানা’, ‘চমৎকার’, ‘রাজু বান গয়া জেন্টেলম্যান’ এবং ‘দিল আশনা হ্যায়’-এর পরে।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে পাঠান সিনেমায়। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের ‘জওয়ান’ আর ‘ডানকি’। যা মুক্তি পাওয়ার কথা যথাক্রমে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। সঙ্গে সালমান খানের টাইগার থ্রি-তেও ক্যামিও করবেন কিং খান।
চলতি সপ্তাহ হঠাৎ রটে যায় আমেরিকায় শুটিং চলাকালীন নাকে চোট পেয়েছেন শাহরুখ। রক্তপাত বন্ধ না হওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচারও। মঙ্গলবার, গৌরী ও আব্রামের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি হোন তিনি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে