Ajker Patrika

শাহরুখের জওয়ান সিনেমার দৃশ্য ফাঁস, হাইকোর্টের নির্দেশে সরাল টুইটার

শাহরুখের জওয়ান সিনেমার দৃশ্য ফাঁস, হাইকোর্টের নির্দেশে সরাল টুইটার

সিনেমা মুক্তির এক মাস আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার একাধিক দৃশ্য। ফাঁস হওয়া ক্লিপগুলো টুইটারে রীতিমতো ভাইরাল। এরপরই তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করায় প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পুলিশের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে গত ১০ আগস্ট মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এই অভিযোগ করা হয়েছে। 

প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির শুটিংয়ের সময় লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে সেখানে কোনও রকম কিছু যাতে রেকর্ড না করা হয় সেটার দিকেও বিশেষ নজর দিয়েছিল। তারপরেও কী করে এই কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সবাই। 

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ইতিমধ্যে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করে প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। তবে তাঁদের মধ্যে কেবল একজনই সেই নোটিশ গ্রহণ করে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

অন্যদিকে এই প্রযোজনা সংস্থার দিল্লি হাইকোর্টেও অভিযোগ দায়ের করেছে। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেয় যাতে তারা এই ক্লিপগুলো তৎক্ষণাৎ ডিলিট করে দেয়। এই নির্দেশনা পাওয়ার পর টুইটার থেকে সব ক্লিপ সরিয়ে দেওয়া হয়েছে। 

‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন–নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত