বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিক-এ গান নিয়ে পড়েছেন সঞ্জীতা ভট্টাচার্য। এরপর আসেন অভিনয়ে, ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর ছোট কিছু চরিত্রের পর এ বার বড় পর্দায় পা রাখছেন সঞ্জীতা। বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশও হচ্ছে বেশ বড়সড় ভাবেই। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
শাহরুখের সঙ্গে পর্দায় কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বাসিত গায়িকা ও অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘জওয়ান’ সিনেমায় কাজের অভিজ্ঞতা ও নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন সঞ্জীতা সেখানে তিনি জানিয়েছেন জন্মসূত্রে তাঁর বেড়ে ওঠা দিল্লিতে। তবে তাঁর বাবা কলকাতার এবং মা ময়মনসিংহের। এ ছাড়াও তিনি জানিয়েছেন প্রবাসে থাকলেও বাংলা ভাষার চর্চা তিনি পরিবার থেকে ছোট থেকেই পেয়েছেন।
এ বিষয়ে সঞ্জীতা বলেন, ‘আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।’
শাহরুখের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে সঞ্জীতা। সেটা ভেবে কেমন লাগছে? এমন প্রশ্নে উচ্ছ্বাসিত সঞ্জীতা বলেন, ‘সত্যি বলতে, আমার এখনো পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। প্রায় দু’বছর ধরে আমরা কাজ করছি ‘জওয়ান’-এ। আর কিছুদিন পরেই সিনেমাটি মুক্তিও পাবে। এ বার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয়, সিনেমাটি মুক্তির পর নিজেকে যখন বড় পর্দায় দেখব তখন উপলব্ধি করতে পারব যে, স্বপ্ন সত্যি হয়েছে।’
শাহরুখ-নয়নতারাকে নিয়ে সঞ্জীতার ভাষ্য, ‘আমি ভীষণই ভাগ্যবতী! শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তাঁর থেকে নম্রতা শিখেছি। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনও রকম অভিযোগ না করে পরিশ্রম করা-এই শিক্ষাগুলোই ‘জওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওনা।’
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুযোগ প্রসঙ্গে সঞ্জীতা বলেন, ‘২০২১ সালের জুলাইতে নেটফ্লিক্সে আমার প্রথম সিরিজ ‘ফিলস লাইক ইশক’ মুক্তি পেয়েছিল। তার এক মাস পরেই অর্থাৎ আগস্টে ‘জওয়ান’ ছবিটিতে অভিনয়ের জন্য ফোন পাই। করোনা মহামারির সময়েই। আমি জানি না তারা কীভাবে আমাকে খুঁজে পেয়েছিলেন। সিরিজটি থেকেই বোধ হয়, কারণ তারপরেই আমার কাছে ফোন আসে। তবে আমাকে অডিশন দিতে হয়েছিল।’
যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিক-এ গান নিয়ে পড়েছেন সঞ্জীতা ভট্টাচার্য। এরপর আসেন অভিনয়ে, ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর ছোট কিছু চরিত্রের পর এ বার বড় পর্দায় পা রাখছেন সঞ্জীতা। বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশও হচ্ছে বেশ বড়সড় ভাবেই। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
শাহরুখের সঙ্গে পর্দায় কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বাসিত গায়িকা ও অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘জওয়ান’ সিনেমায় কাজের অভিজ্ঞতা ও নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন সঞ্জীতা সেখানে তিনি জানিয়েছেন জন্মসূত্রে তাঁর বেড়ে ওঠা দিল্লিতে। তবে তাঁর বাবা কলকাতার এবং মা ময়মনসিংহের। এ ছাড়াও তিনি জানিয়েছেন প্রবাসে থাকলেও বাংলা ভাষার চর্চা তিনি পরিবার থেকে ছোট থেকেই পেয়েছেন।
এ বিষয়ে সঞ্জীতা বলেন, ‘আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।’
শাহরুখের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে সঞ্জীতা। সেটা ভেবে কেমন লাগছে? এমন প্রশ্নে উচ্ছ্বাসিত সঞ্জীতা বলেন, ‘সত্যি বলতে, আমার এখনো পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। প্রায় দু’বছর ধরে আমরা কাজ করছি ‘জওয়ান’-এ। আর কিছুদিন পরেই সিনেমাটি মুক্তিও পাবে। এ বার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয়, সিনেমাটি মুক্তির পর নিজেকে যখন বড় পর্দায় দেখব তখন উপলব্ধি করতে পারব যে, স্বপ্ন সত্যি হয়েছে।’
শাহরুখ-নয়নতারাকে নিয়ে সঞ্জীতার ভাষ্য, ‘আমি ভীষণই ভাগ্যবতী! শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তাঁর থেকে নম্রতা শিখেছি। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনও রকম অভিযোগ না করে পরিশ্রম করা-এই শিক্ষাগুলোই ‘জওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওনা।’
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুযোগ প্রসঙ্গে সঞ্জীতা বলেন, ‘২০২১ সালের জুলাইতে নেটফ্লিক্সে আমার প্রথম সিরিজ ‘ফিলস লাইক ইশক’ মুক্তি পেয়েছিল। তার এক মাস পরেই অর্থাৎ আগস্টে ‘জওয়ান’ ছবিটিতে অভিনয়ের জন্য ফোন পাই। করোনা মহামারির সময়েই। আমি জানি না তারা কীভাবে আমাকে খুঁজে পেয়েছিলেন। সিরিজটি থেকেই বোধ হয়, কারণ তারপরেই আমার কাছে ফোন আসে। তবে আমাকে অডিশন দিতে হয়েছিল।’
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৫ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৫ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে