হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।
দক্ষিণের অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাঁদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তাঁর পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’ -তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জাওয়ান।
হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।
দক্ষিণের অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাঁদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তাঁর পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’ -তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জাওয়ান।
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১১ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
১১ ঘণ্টা আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১২ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
১৪ ঘণ্টা আগে