হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।
দক্ষিণের অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাঁদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তাঁর পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’ -তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জাওয়ান।
হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।
দক্ষিণের অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাঁদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তাঁর পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’ -তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জাওয়ান।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে