Ajker Patrika

প্রায় ৫০০ কোটি রুপিতে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি'র ননথিয়েটার স্বত্ব বিক্রি

বিনোদর ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৪: ৪৭
প্রায় ৫০০ কোটি রুপিতে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি'র ননথিয়েটার স্বত্ব বিক্রি

বলিউডে এবারের বছরটা শাহরুখময়। পাঠানের সাফল্যের পর এ বছরই আসতে যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা। এবার দুটি সিনেমা মুক্তির আগেই জানা গেল নতুন খবর। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, দুটি সিনেমার হল স্বত্ব ছাড়া বাকি সব স্বত্ব বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই, যার মূল্য ৪৫০–৫০০ কোটি রুপির ঘরে।

পিঙ্কভিলা জানিয়েছে, চুক্তির মধ্যে রয়েছে চলচ্চিত্রের স্যাটেলাইট, ডিজিটাল ও সংগীত স্বত্ব। এর মধ্যে জওয়ানের ডিজিটাল, স্যাটেলাইট ও সংগীত স্বত্ব প্রায় ২৫০ কোটি রুপি এবং ‘ডানকি’র সব স্বত্ব প্রায় ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা আরও জানিয়েছে, দুটি সিনেমার মধ্যে আর্থিক পার্থক্যের কারণ জওয়ানের তামিল এবং তেলেগু ভাষার স্বত্ব বিক্রি হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ডানকির শুধু হিন্দির স্বত্ব বিক্রি করা হয়েছে।

গত কয়েক দিন ধরে ‘জওয়ান’কে ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রযোজনা সংস্থা। আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রথম ট্রেলার প্রকাশ হতে যাচ্ছে এবং এটি হলিউডের মিশন ইম্পসিবল ৭-এর প্রিন্টের সঙ্গে সংযুক্ত করে সিনেমা হলে প্রদর্শিত হবে।

ডানকির সিনেমার শুটিংয়ে শাহরুখশাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় সিনেমা ‘জওয়ান’-এর মুক্তির কথা ছিল গত ২ জুন। তবে নির্ধারিত সময়ে মুক্তি না দিয়ে আরও চার মাস পিছিয়ে আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোণ ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত