Ajker Patrika

শাহরুখের পাঠানকে ছাড়িয়ে গেল সানির ‘গদর ২’

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২: ২৭
শাহরুখের পাঠানকে ছাড়িয়ে গেল সানির ‘গদর ২’

দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে। আগাম টিকিট বুকিং তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘গদর ২’। তার মতে, বহু বছর সিঙ্গেল স্ক্রিনে এমন আগাম টিকিট বিক্রি চোখে পড়েনি।

চলতি সপ্তাহের শুরুতেই সিনেমার আগাম টিকিট বুকিং শুরু হয়। আর সেই কালেকশনের পরিমাণ অবাক করছে বলিউড বাণিজ্য বিশ্লেষকদের। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কে শুরুতেই এত দ্রুত ছাড়িয়ে গেল ‘গদর ২’।

সিনেমাটি পর্দায় দেখতে দর্শক কতটা উদ্‌গ্রীব, তার আঁচ মিলছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিংয়ে নজর রাখলে। বলিউডের আরেক বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্সগুলোতে ইতিমধ্যেই ‘গদর ২’-এর প্রথম দিনের ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিভিআর (৪৫,২০০), এরপর রয়েছে আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)।’ এই হিসাব যদিও শুধু ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।

প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত