দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে। আগাম টিকিট বুকিং তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘গদর ২’। তার মতে, বহু বছর সিঙ্গেল স্ক্রিনে এমন আগাম টিকিট বিক্রি চোখে পড়েনি।
চলতি সপ্তাহের শুরুতেই সিনেমার আগাম টিকিট বুকিং শুরু হয়। আর সেই কালেকশনের পরিমাণ অবাক করছে বলিউড বাণিজ্য বিশ্লেষকদের। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কে শুরুতেই এত দ্রুত ছাড়িয়ে গেল ‘গদর ২’।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক কতটা উদ্গ্রীব, তার আঁচ মিলছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিংয়ে নজর রাখলে। বলিউডের আরেক বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্সগুলোতে ইতিমধ্যেই ‘গদর ২’-এর প্রথম দিনের ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিভিআর (৪৫,২০০), এরপর রয়েছে আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)।’ এই হিসাব যদিও শুধু ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে। আগাম টিকিট বুকিং তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘গদর ২’। তার মতে, বহু বছর সিঙ্গেল স্ক্রিনে এমন আগাম টিকিট বিক্রি চোখে পড়েনি।
চলতি সপ্তাহের শুরুতেই সিনেমার আগাম টিকিট বুকিং শুরু হয়। আর সেই কালেকশনের পরিমাণ অবাক করছে বলিউড বাণিজ্য বিশ্লেষকদের। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কে শুরুতেই এত দ্রুত ছাড়িয়ে গেল ‘গদর ২’।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক কতটা উদ্গ্রীব, তার আঁচ মিলছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিংয়ে নজর রাখলে। বলিউডের আরেক বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্সগুলোতে ইতিমধ্যেই ‘গদর ২’-এর প্রথম দিনের ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিভিআর (৪৫,২০০), এরপর রয়েছে আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)।’ এই হিসাব যদিও শুধু ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে