Ajker Patrika

জওয়ান সিনেমার প্রথম গান প্রকাশ্যে, প্রশংসা কুড়াচ্ছে শাহরুখের পারফরম্যান্স 

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৫: ৩৩
জওয়ান সিনেমার প্রথম গান প্রকাশ্যে, প্রশংসা কুড়াচ্ছে শাহরুখের পারফরম্যান্স 

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটির মুক্তি সামনে রেখে আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গানটি প্রকাশের পরই রয়েছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে, সঙ্গে মিলছে দর্শকদের প্রশংসা।

হিন্দিতে ‘জিন্দা বান্দা’, তামিল ভাষায় ‘ভান্দা এদাম’ এবং তেলেগুতে ‘ধুম্মে ধুলিপেলা’ শিরোনামে মুক্তি পেয়েছে গানটি। গানটিতে ৫৭ বছরের শাহরুখের পারফরম্যান্স তাক লাগার মতো। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং লিখেছেন ইরশাদ কামিল। অনিরুদ্ধর মিউজিকের সঙ্গে শাহরুখের আগুনে পারফরম্যান্স দুর্দান্ত এক কম্বিনেশনের জন্ম দিয়েছে।

‘জিন্দা বান্দা’ গানের দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীতউর্দু কবি ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি বা গজলের (আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত, এই লড়াইটাই বাঁচিয়ে রাখে) লাইন ধার করেই এই গানের কথা লিখেছেন ইরশাদ। গানের কথাতেই ‘জওয়ান’-এর তুখোড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল।

গানটি রিলিজ উপলক্ষে ইনস্টাগ্রামে শাহরুখ খান লিখেছেন, ‘নীতিগুলো যখন ঝুঁকির মধ্যে পড়ে, তখন একজনকে লড়াই করতে হয়, এই যুদ্ধই আপনাকে জীবিত করে তুলবে। আমি ওয়াসিম বেরেলভি সাহেবকে আমার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানাই, একটি ছোট পরিবর্তনের সঙ্গে এই সুন্দর শ্লোকটি আমাদের ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য।’

শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকেএই গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে। ভারতের বিভিন্ন রাজ্যের ভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘জিন্দা বান্দার’। পাঁচ দিনব্যাপী মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাইসহ আরও কয়েকটি শহরের শুটিং চলেছিল গানের।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। এতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত