মেসির শেষ নাকি শেষ নয়
তোমার হলো শুরু, আমার হলো সারা—লামিনে ইয়ামালের হোয়াটসঅ্যাপে গত কদিনে এমন কোনো বার্তা কি দিয়েছেন লিওনেল মেসি? তবে ১৭ বছর আগে দুজনের একসঙ্গে তোলা একটা ছবি যেভাবে ছড়িয়েছে চারদিকে, এ রকম একটা বার্তা যদি রসিকতা করেও মেসি দিয়ে থাকেন ইয়ামালকে, অবাক হওয়ার কিছু নেই!