বার্লিন থেকে মায়ামি—পৃথিবীর দুই প্রান্তে মহাদেশীয় দুই টুর্নামেন্টের শিরোপা জিতল স্পেন ও আর্জেন্টিনা। দুটি দলই স্ব স্ব টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর টাকার অঙ্কে আর্জেন্টিনার চেয়ে ঢের এগিয়ে স্পেন।
বাংলাদেশের হিসাবে ১৪ ও ১৫ জুলাই দুই তারিখে হয়েছে ইউরো ও কোপা ফাইনাল। বার্লিনে গত রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো জিতেছে স্পেন। শিরোপা জয়ের পর স্পেন পেয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩৬২ কোটি ৫ লাখ টাকা। কয়েক ঘণ্টা পর মায়ামিতে আজ সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। একই সঙ্গে উরুগুয়েকে ছাড়িয়ে রেকর্ড ১৬তম কোপা জিতল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা কোপা জয়ের পর পেল ১ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে সেটা হয় ১৮৮ কোটি ৩ লাখ টাকা।
দুই টুর্নামেন্টের রানার্সআপ ইংল্যান্ড, কলম্বিয়াও খালি হাতে ফিরছে না। ইউরো রানার্সআপ ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩১০ কোটি ৮৬ লাখ টাকা। এই নিয়ে টানা দুই ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না ইংল্যান্ডের। আর্জেন্টিনার কাছে শিরোপা খুঁইয়ে কলম্বিয়া পেল ৭০ লাখ ডলার (বাংলাদেশি ৮২ কোটি ২৬ লাখ টাকা)। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া হারল ফাইনালে এসেই।
এবারের কোপায় আর্জেন্টিনা করেছে ৯ গোল। ৬ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ জিতলেন গোল্ডেন বুটের পুরস্কার। অন্যদিকে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে ৬ ফুটবলার। নেদারল্যান্ডসের কোডি গাকপো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজি, জার্মানির জামাল মুসিয়ালা, স্পেনের দানি অলমো, স্লোভাকিয়ার ইভান স্ক্র্যাঞ্জ—প্রত্যেকেই তিনটি করে গোল করেছেন। স্পেন-আর্জেন্টিনা মুখোমুখি হবে পরবর্তী ফিনালিসিমায়।
বার্লিন থেকে মায়ামি—পৃথিবীর দুই প্রান্তে মহাদেশীয় দুই টুর্নামেন্টের শিরোপা জিতল স্পেন ও আর্জেন্টিনা। দুটি দলই স্ব স্ব টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর টাকার অঙ্কে আর্জেন্টিনার চেয়ে ঢের এগিয়ে স্পেন।
বাংলাদেশের হিসাবে ১৪ ও ১৫ জুলাই দুই তারিখে হয়েছে ইউরো ও কোপা ফাইনাল। বার্লিনে গত রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো জিতেছে স্পেন। শিরোপা জয়ের পর স্পেন পেয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩৬২ কোটি ৫ লাখ টাকা। কয়েক ঘণ্টা পর মায়ামিতে আজ সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। একই সঙ্গে উরুগুয়েকে ছাড়িয়ে রেকর্ড ১৬তম কোপা জিতল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা কোপা জয়ের পর পেল ১ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে সেটা হয় ১৮৮ কোটি ৩ লাখ টাকা।
দুই টুর্নামেন্টের রানার্সআপ ইংল্যান্ড, কলম্বিয়াও খালি হাতে ফিরছে না। ইউরো রানার্সআপ ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৩১০ কোটি ৮৬ লাখ টাকা। এই নিয়ে টানা দুই ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না ইংল্যান্ডের। আর্জেন্টিনার কাছে শিরোপা খুঁইয়ে কলম্বিয়া পেল ৭০ লাখ ডলার (বাংলাদেশি ৮২ কোটি ২৬ লাখ টাকা)। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া হারল ফাইনালে এসেই।
এবারের কোপায় আর্জেন্টিনা করেছে ৯ গোল। ৬ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ জিতলেন গোল্ডেন বুটের পুরস্কার। অন্যদিকে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে ৬ ফুটবলার। নেদারল্যান্ডসের কোডি গাকপো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজি, জার্মানির জামাল মুসিয়ালা, স্পেনের দানি অলমো, স্লোভাকিয়ার ইভান স্ক্র্যাঞ্জ—প্রত্যেকেই তিনটি করে গোল করেছেন। স্পেন-আর্জেন্টিনা মুখোমুখি হবে পরবর্তী ফিনালিসিমায়।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৯ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪০ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে