Ajker Patrika

মেসি-মার্তিনেজদের ছাড়াই ফিরল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৪: ৪৯
মেসি-মার্তিনেজদের ছাড়াই ফিরল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

যেকোনো মেজর টুর্নামেন্ট মানেই এখন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে বীরের বেশে দেশে ফেরার পর বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল দলকে সাদরে বরণ করার দৃশ্য এখন খুবই পরিচিত। এবারের কোপা আমেরিকা জয়ের পর সুদূর যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে  লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের মতো তারকারা ফেরেননি দলের সঙ্গে। 

মায়ামির হার্ড রকে গতকাল কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকালে হলেও মায়ামির স্থানীয় সময় রোববার রাতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনালের পর সোমবার মায়ামির স্থানীয় সময় রাতে রওনা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।  আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় হিসেব করলে সেটা আজ সকাল ৭টা। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করতে অধীর আগ্রহে ছিলেন অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। স্কালোনিদের বিমান যখন বিমানবন্দরে নামে, তখন আর্জেন্টিনাকে বহনকারী বিমানে দেখা গেছে, ‘আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছি।’ 

এজেইজা বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে এভাবেই বরণ করেন ভক্ত-সমর্থকেরা। ছবি: এএফপিএজেইজা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে শিরোপা নিয়ে ছবি তোলেন দি মারিয়া, স্কালোনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাপিয়া ও স্কালোনির মাঝে দাঁড়ানো দি মারিয়ার হাতেই ছিল কোপার শিরোপা। বিমানবন্দরে নামার পরপরই এএফএ তাদের সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে। 

মায়ামি ছাড়ার আগে স্কালোনিকে যে ভক্ত-সমর্থকেরা বিদায় জানাতে এসেছেন, তাঁদের  জন্য নিজের স্বাক্ষরিত অসংখ্য জামা দিয়েছেন স্কালোনি। সেখানে সংবাদমাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এভাবেই তো ম্যাচ খেলতে হয়। দিন শেষে কোনো প্রতিপক্ষই সহজ নয়। কন্ডিশন কঠিন ছিল। আমরা খেলেছি যেভাবে, আমাদের খেলতে হবে।’ 

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর এজেইজা বিমানবন্দরে লিওনেল স্কালোনি, আনহেল দি মারিয়া ও ক্লদিও তাপিয়া। ছবি:এএফএফাইনালে গোড়ালির চোটে পড়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। মেসির উদ্ধৃতি প্রকাশ করে স্কালোনি বলেছেন, ‘উদ্‌যাপনের পর কোনো কথা হয়নি এ ব্যাপারে। আমি জানি কীভাবে হাঁটছিলাম। আপনারা তো ছবি দেখেছেন। খুবই জটিল ছিল।’

মেসি-মার্তিনেজই যে দেশে ফেরেননি তা নয়; নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি—আর্জেন্টিনার এই তিন ফুটবলার থেকে গেছেন ফ্লোরিডায়। আলবিসেলেস্তেদের তিন ফুটবলার আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দেবেন প্যারিস অলিম্পিক খেলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত