শিরোপার আরও কাছে আর্জেন্টিনা
না এমিলিয়ানো, না লিসান্দ্রো, না লাওতারো—গতকাল কানাডার বিপক্ষে আর্জেন্টিনার কোপার সেমিফাইনালটি কোনো মার্তিনেজেরই ছিল না। তবে মার্তিনেজদের দিন যায় না যেদিন, আর্জেন্টিনাকে জেতানোর পালা সেদিন অন্যদের। এবারের কোপায় গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে গোল পাওয়া আলভারেজ সেমিতে কানাডাকে পেয়ে করলেন আরও এক গোল;