আর্জেন্টিনা ম্যাচ জিতলে বেশির ভাগ সময়ই পাদপ্রতীপের আলোয় চলে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। যেভাবে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তাঁকে ফাঁকি দিয়ে গোল করা যেন এক রকম অসম্ভব হয়ে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ডে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও নকআউট পর্বের বৈতরণী পার হয়েছে মার্তিনেজের ডানায় চড়ে। বাজপাখি মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেছেন লিওনেল মেসি।
মার্তিনেজকে সামলানোর জন্য যেন এখন কানাডাকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। সেমির আগে মার্তিনেজ প্রশংসা কুড়িয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘দিবু আসলে জন্তু। তাকে নিয়ে বলার কিছু নেই। আমাদের জন্য এমনটা সে অনেকবার করে দেখিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে এক দৃঢ় চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা হয়েছিল সমানে সমানে। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে লিওনেল মেসি প্রথম শটটা মিস করেছেন। তবে ‘বাজপাখি’ মার্তিনেজ থাকলে প্রতিপক্ষের গোল দেওয়া কি এতই সহজ? ইকুয়েডরের প্রথম দুই গোল দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসায় ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আপনি চিন্তা করবেন যে গোল করতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতিটা আমাদের জন্য একটু ভিন্ন ছিল যখন পেনাল্টিতে গেলাম। দুই পেনাল্টি যখন সে ঠেকিয়ে দিল, তখন বদলে গেল। স্নায়ুর চাপ সব সময় থাকে। কিন্তু দিবু প্রত্যেক রাউন্ডের আগে সব সময় বলে যে একটি অথবা দুটি গোল সে বাঁচাবে। এটা আমাদের তৃপ্তি দেয়।’
কানাডার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টিনা দলকে। মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমি মার্তিনেজসহ অনেকেই ছিলেন অনুশীলন সেশনে। ম্যাচের মতো অনুশীলন পর্বেও মার্তিনেজকে বেশ চটপটে দেখা গেছে। অনুশীলনের ফাঁকে মার্তিনজ বলেছেন, ‘আরও একবার এবং আমরা ফাইনালে।’ বাজপাখি গোলরক্ষকের কথা যে আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে, সেটা না বললেও চলছে।
আর্জেন্টিনা ম্যাচ জিতলে বেশির ভাগ সময়ই পাদপ্রতীপের আলোয় চলে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। যেভাবে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তাঁকে ফাঁকি দিয়ে গোল করা যেন এক রকম অসম্ভব হয়ে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ডে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও নকআউট পর্বের বৈতরণী পার হয়েছে মার্তিনেজের ডানায় চড়ে। বাজপাখি মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেছেন লিওনেল মেসি।
মার্তিনেজকে সামলানোর জন্য যেন এখন কানাডাকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। সেমির আগে মার্তিনেজ প্রশংসা কুড়িয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘দিবু আসলে জন্তু। তাকে নিয়ে বলার কিছু নেই। আমাদের জন্য এমনটা সে অনেকবার করে দেখিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে এক দৃঢ় চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা হয়েছিল সমানে সমানে। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে লিওনেল মেসি প্রথম শটটা মিস করেছেন। তবে ‘বাজপাখি’ মার্তিনেজ থাকলে প্রতিপক্ষের গোল দেওয়া কি এতই সহজ? ইকুয়েডরের প্রথম দুই গোল দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসায় ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আপনি চিন্তা করবেন যে গোল করতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতিটা আমাদের জন্য একটু ভিন্ন ছিল যখন পেনাল্টিতে গেলাম। দুই পেনাল্টি যখন সে ঠেকিয়ে দিল, তখন বদলে গেল। স্নায়ুর চাপ সব সময় থাকে। কিন্তু দিবু প্রত্যেক রাউন্ডের আগে সব সময় বলে যে একটি অথবা দুটি গোল সে বাঁচাবে। এটা আমাদের তৃপ্তি দেয়।’
কানাডার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টিনা দলকে। মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমি মার্তিনেজসহ অনেকেই ছিলেন অনুশীলন সেশনে। ম্যাচের মতো অনুশীলন পর্বেও মার্তিনেজকে বেশ চটপটে দেখা গেছে। অনুশীলনের ফাঁকে মার্তিনজ বলেছেন, ‘আরও একবার এবং আমরা ফাইনালে।’ বাজপাখি গোলরক্ষকের কথা যে আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে, সেটা না বললেও চলছে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে