২০২৪ কোপা আমেরিকার লিওনেল মেসি যেন বড্ড অচেনা। এখনো পর্যন্ত একটা গোল নেই টুর্নামেন্টে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারছেন না, তেমনি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য শিরোপা রক্ষার অভিযান। ৪ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ৩ ম্যাচ। যেখানে অসুস্থ অবস্থায় খেলে গেছেন এক ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চারে চার করা আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাজে সময় পার করা মেসিকে অনুপ্রেরণা জোগাতে পারে অতীত পরিসংখ্যান। এবারের আগে কোপা আমেরিকার পাঁচ সেমিফাইনালে মেসি করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। পাঁচ ম্যাচের মধ্যে একবারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের অভিষেকের পর কোপা আমেরিকা হয়েছে ছয়বার। শুধু একবার ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টারেই পথচলা থেমে যায় আকাশী-নীলদের। সেমিতে মেসির সেরা পারফরম্যান্স ২০১৫,২০১৬ এই দুই কোপা আমেরিকায়। চিলির মিউনিসিপাল ডি কনসেপশনে ২০১৫ সালে প্যারাগুয়ের বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন মেসি। সেই ম্যাচে আকাশী-নীলরা জিতেছিল ৬-১ গোলে। পরের বছর সেমিতে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ৪ গোলের ৩ টিতেই অবদান ছিল মেসির। আর্জেন্টাইন তারকা করেন ১ গোল এবং ২ অ্যাসিস্ট করেন।
মেসি খেলার পর আর্জেন্টিনা ব্যর্থ—এমন সেমিফাইনাল আর্জেন্টিনা খেলেছে ২০১৯ সালে। সেবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে আকাশী-নীলদের বিদায়ঘণ্টা বেজে যায় সেমিতে। দুই বছর পর ব্রাজিলে অনুষ্ঠিত কোপায় আর্জেন্টিনার জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পান মেসি। সেবার ফাইনালে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। একই ধারাবাহিকতায় ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর শিরোপা জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এক বছর ব্যবধানে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ই তো আগামীকাল কোপার সেমিফাইনালে মেসির জন্য বড় টনিক।
কোপা আমেরিকার সেমিফাইনালে মেসি
সাল গোল অ্যাসিস্ট প্রতিপক্ষ ফল
২০০৭ ১ ০ মেক্সিকো ৩-০ গোলে জয়
২০১৫ ০ ৩ প্যারাগুয়ে ৬-১ গোলে জয়
২০১৬ ১ ২ যুক্তরাষ্ট্র ৪-০ গোলে জয়
২০১৯ ০ ০ ব্রাজিল ২-০ গোলে হার
২০২১ ০ ১ কলম্বিয়া পেনাল্টি শুটআউটে জয়
আরও পড়ুন:
২০২৪ কোপা আমেরিকার লিওনেল মেসি যেন বড্ড অচেনা। এখনো পর্যন্ত একটা গোল নেই টুর্নামেন্টে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারছেন না, তেমনি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য শিরোপা রক্ষার অভিযান। ৪ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ৩ ম্যাচ। যেখানে অসুস্থ অবস্থায় খেলে গেছেন এক ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চারে চার করা আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাজে সময় পার করা মেসিকে অনুপ্রেরণা জোগাতে পারে অতীত পরিসংখ্যান। এবারের আগে কোপা আমেরিকার পাঁচ সেমিফাইনালে মেসি করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। পাঁচ ম্যাচের মধ্যে একবারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের অভিষেকের পর কোপা আমেরিকা হয়েছে ছয়বার। শুধু একবার ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টারেই পথচলা থেমে যায় আকাশী-নীলদের। সেমিতে মেসির সেরা পারফরম্যান্স ২০১৫,২০১৬ এই দুই কোপা আমেরিকায়। চিলির মিউনিসিপাল ডি কনসেপশনে ২০১৫ সালে প্যারাগুয়ের বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন মেসি। সেই ম্যাচে আকাশী-নীলরা জিতেছিল ৬-১ গোলে। পরের বছর সেমিতে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ৪ গোলের ৩ টিতেই অবদান ছিল মেসির। আর্জেন্টাইন তারকা করেন ১ গোল এবং ২ অ্যাসিস্ট করেন।
মেসি খেলার পর আর্জেন্টিনা ব্যর্থ—এমন সেমিফাইনাল আর্জেন্টিনা খেলেছে ২০১৯ সালে। সেবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে আকাশী-নীলদের বিদায়ঘণ্টা বেজে যায় সেমিতে। দুই বছর পর ব্রাজিলে অনুষ্ঠিত কোপায় আর্জেন্টিনার জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পান মেসি। সেবার ফাইনালে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। একই ধারাবাহিকতায় ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর শিরোপা জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এক বছর ব্যবধানে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ই তো আগামীকাল কোপার সেমিফাইনালে মেসির জন্য বড় টনিক।
কোপা আমেরিকার সেমিফাইনালে মেসি
সাল গোল অ্যাসিস্ট প্রতিপক্ষ ফল
২০০৭ ১ ০ মেক্সিকো ৩-০ গোলে জয়
২০১৫ ০ ৩ প্যারাগুয়ে ৬-১ গোলে জয়
২০১৬ ১ ২ যুক্তরাষ্ট্র ৪-০ গোলে জয়
২০১৯ ০ ০ ব্রাজিল ২-০ গোলে হার
২০২১ ০ ১ কলম্বিয়া পেনাল্টি শুটআউটে জয়
আরও পড়ুন:
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে