Ajker Patrika

৮ বছর আগের স্মৃতি ফেরাতে বসেছিলেন মেসি

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২: ১৮
৮ বছর আগের স্মৃতি ফেরাতে বসেছিলেন মেসি

শুরুতেই একটু পেছনে ফেরা যাক। ২০১৫ কোপা আমেরিকায় টাইব্রেকারে হেরে স্বাগতিক চিলির কাছে শিরোপার স্বপ্ন বিসর্জন দিয়েছিল আর্জেন্টিনা। একটি আন্তর্জাতিক শিরোপার (অলিম্পিক বাদে) স্বাদ পাওয়ার যে অপেক্ষা, সেটি আরও বেড়ে গিয়েছিল লিওনেল মেসির। সেই টাইব্রেকারে দলের প্রথম শট নিয়ে তিনি গোল করলেও সতীর্থদের ব্যর্থতায় ৪-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। 

পরের বছরও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। একই টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ সেই চিলি। তবে এবার ভেন্যু ভিন্ন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম। আগের ফাইনালের মতো গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে এবার প্রথম শট নিতে এসেই সবাইকে অবাক করে দেন মেসি। তাঁর বাঁ পায়ের জোরালো কিকে বল চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। হতাশায় জার্সিতে কামড়ে ধরেন মেসি। সেই ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা হেরে যায় ৪-২ ব্যবধানে। 

২০১৪ বিশ্বকাপের ফাইনালের পর টানা দুটি কোপার ফাইনালে ব্যর্থতা—কিছুতেই শিরোপা জিততে না পারা মেসি এখন সবকিছুর স্বাদ পেয়েছেন। ২০২১ সালে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জিতেছেন প্রথম কোপা। পরের বছর কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ। মেসির অপ্রাপ্তি নেই। তবে আজ পুরোনো এক স্মৃতিই মনে করিয়ে দিতে বসেছিলেন ইন্টার মায়ামির ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

আট বছর আগের সেই স্মৃতি। আর কী কাকতালীয়! ভেন্যু ভিন্ন হলেও ২০১৬ সালের মতো এবারও কোপার আয়োজক যুক্তরাষ্ট্র। হিউস্টনে আজ সকালে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে প্রথম শট নিতে এসেই মিস করে বসেন মেসি। তাঁর পানেনকায় বোকা বনে ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডমিঙ্গোজ বাম দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের শট গোলপোস্টের বারে লেগে চলে যায় ওপর দিয়ে। গোল মিসের পর এগিয়ে এসে হতাশ মেসিকে সান্ত্বনা দেন ডমিঙ্গোজ। 

অবশ্য ২০১৬ কোপার ফাইনালের মতন এবার মেসিকে হতাশ হতে হয়নি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে এবারের কোপার সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা তাদের গত ৪টি টাইব্রেকারে ৪টিই জিতেছে। ৪টিরই জয়ের নায়ক এমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত