উই লাভ বাংলাদেশ, নিউইয়র্কে আর্জেন্টিনার সমর্থকেরা
ওলে, ওলে, ওলে...এ গান এত কর্ণভেদী আর এত শক্তিশালী, এত দিন শুধু দূর থেকেই জানা হয়েছে। পরশু সেটি খুব কাছ থেকে দেখা হলো। মাঠে আর্জেন্টিনা-সমর্থকদের উত্তেজনা, প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা-সমর্থনের প্রকাশটা কেমন, সেটি দেখার সুযোগ হলো। সেটিও আবার নিউজার্সির ৮২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টে