Ajker Patrika

আর্জেন্টিনার জয়ের পর মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি

আপডেট : ১০ জুন ২০২৪, ১৬: ২৯
আর্জেন্টিনার জয়ের পর মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি

শুরুর একাদশ বা বদলি খেলোয়াড়—লিওনেল মেসিকে যেভাবেই হোক খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। স্কালোনি কথা রেখেছেন।ইকুয়েডরের বিপক্ষে আজ প্রীতি ম্যাচে মেসিকে খেলিয়েছেন তিনি। আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। 
 
বাংলাদেশ সময় আজ ভোরে শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ইকুয়েডর। ৪০ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাসিস্টে গোল করেন আনহেল দি মারিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর বদলি করা হয় দি মারিয়াকে। ৫৬ মিনিটে তাঁর (দি মারিয়া) বদলি হিসেবে নামেন মেসি। মেসিকে খেলানো নিয়ে স্কালোনির মনে কিছুটা খচখচানি কাজ করেছে। কারণ সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়ছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে আজ তা-ও খেলিয়েছেন স্কালোনি। নিকোলাস ওতামেন্দির মতো ডিফেন্ডারকে বদলি হিসেবে রাখলেও খেলানো হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঝেমধ্যে সময় আসে, তখন ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু এটা লিওর (মেসি) জন্যই নয়। অন্যান্য ফুটবলারও আজ খেলেনি—যেমন ওতামেন্দি। দি মারিয়া কিছু সময় খেলার সুযোগ পেয়েছে। এনজো অপারেশনের পর ফিরেছে।’ 

১-০ গোলে জিতলেও ম্যাচে দাপট ছিল আর্জেন্টিনার। ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তেরা নিয়েছে ৪ শট। ইকুয়েডর ৩৫ শতাংশ বল দখলে রেখেছে। আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও রাখতে পারেনি দলটি। স্কালোনির মতে, আর্জেন্টিনা ম্যাচটা দারুণ খেলেছে। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য দারুণ ম্যাচ ছিল। ইকুয়েডরের জন্যও। প্রীতি ম্যাচে এমন প্রতিদ্বন্দ্বিতাই থাকা উচিত। যা করতে হতো তা-ই করেছি। আধিপত্য বিস্তার করে বলের দখল নিতে চেয়েছি।’ 

 ২১ জুন আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ কোপা আমেরিকা। শিরোপা রক্ষার অভিযানের আগে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। ১৫ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা খেলবে গুয়াতেমালার বিপক্ষে। এই ম্যাচের (গুয়াতেমালা) পরই আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্কালোনি। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত