Ajker Patrika

কোপায় এক রেকর্ড গড়ার পর মেসির আরও রেকর্ডের হাতছানি 

আপডেট : ২১ জুন ২০২৪, ১৭: ০৪
কোপায় এক রেকর্ড গড়ার পর মেসির আরও রেকর্ডের হাতছানি 

‘রেকর্ডের বরপুত্র’ উপাধি লিওনেল মেসি তো অনেক আগেই পেয়ে গেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব টুর্নামেন্টেই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। কোপা আমেরিকাতেও কি রেকর্ড না গড়ে তিনি থাকতে পারেন? কানাডার বিপক্ষে আজ খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। 

এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য শিরোপা ধরে রাখার মিশন। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আজ কানাডার বিপক্ষে ম্যাচটি ছিল কোপায় মেসির ৩৫তম ম্যাচ। যেই রেকর্ড তিনি গড়তে পেরেছেন প্রায় তিন বছরের অপেক্ষার পর। মেসির পর এই তালিকায় দুইয়ে সার্জিও লিভিংস্টোন। কোপা আমেরিকায় ৩৪ ম্যাচ খেলেছেন চিলির গোলরক্ষক। ৩৩ ম্যাচ খেলে কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তৃতীয় ব্রাজিলের জিজিনিও। জিজিনিওর পরেই আছেন বলিভিয়ার ফরোয়ার্ড ভিক্টর অগাস্টিন উগার্তে। কোপায় ৩০ ম্যাচ খেলেছেন উগার্তে।

মেসির কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার দিন আর্জেন্টিনা পেয়েছে ২-০ গোলের জয়। ৬৫ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বর্তমান চ্যাম্পিয়নরা নেয় ৯ শট। কানাডা বল দখলে রাখে ৩৫ শতাংশ। তারা আর্জেন্টিনার লক্ষ্য বরাবর করেছে ২ শট।  দুই দলই একের পর এক সুযোগ হাতছাড়া করেছে ম্যাচে। মেসি নিজেও একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন। যার মধ্যে ৬৫ মিনিটে গোলের সহজতম সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ১৩ গোল করে কোপায় যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা মেসি। ১৭ গোল করে টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার নরবের্তো মেন্দেস ও ব্রাজিলের জিজিনিয়ো। ১৫ গোল করে পেরুর তেদেরো ফার্নান্দেজ ও উরুগুয়ের সেভেরিনো ভ্যারেলা দুজনেই যৌথভাবে দুইয়ে আছেন। 

দুটি রেকর্ডে আগে থেকেই সবার ওপরে আছেন মেসি। যার মধ্যে আজ একটি রেকর্ডে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড। কানাডার বিপক্ষে ৮৮ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেছেন লাওতারো মার্তিনেজ। কোপায় মেসির অ্যাসিস্ট এখন ১৮টি। নির্দিষ্ট কোনো এক কোপায় সর্বোচ্চ গোলের অ্যাসিস্টও তাঁর। ২০২১ কোপা আমেরিকায় সতীর্থদের দিয়ে ৫ গোল করিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। 

কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলা আট ফুটবলার
                                        ম্যাচ                           দল

লিওনেল মেসি                     ৩৫                          আর্জেন্টিনা
সার্জিও লিভিংস্টোন              ৩৪                          চিলি
জিজিনিও                            ৩৩                         ব্রাজিল
ভিক্টর অগাস্টিন উগার্তে       ৩০                         বলিভিয়া
লিওনেল আলভারেজ           ২৭                          কলম্বিয়া
কার্লোস ভালদেরামা              ২৭                           কলম্বিয়া
গ্যারি মেদেল                       ২৭                            চিলি
ইয়োশিমার ইয়োতুন             ২৭                            পেরু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত