আনহেল দি মারিয়া, লিওনেল মেসি—মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ দুজনের চোখেই দেখা গেছে জল। দুই বন্ধুর কান্নার কারণ ছিল ভিন্ন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ হওয়ায় দি মারিয়া অশ্রুসিক্ত হয়ে পড়েন। মেসি কেঁদেছেন ম্যাচের মাঝপথে চোটে পড়ে ছিটকে যাওয়ার কষ্টে।
মেসি, দি মারিয়া—দুজনেই আজ কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন। ম্যাচের ৬৫ মিনিটে গোড়ালির চোটের কাছে হার মেনে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে অঝোরে কাঁদলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। অন্যদিকে ম্যাচের ১১৭ মিনিটের সময় দি মারিয়াকে বদলি করে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে। তখনই ছলছল চোখে হাত নেড়ে ভক্ত-সমর্থকদের থেকে বিদায় নেন দি মারিয়া। ১৬ বছরের সতীর্থ মেসিসহ বাকি সতীর্থদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে দি মারিয়াকে।
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল যখন টাইব্রেকারে গড়ানো সময়ের ব্যাপার ছিল, সে সময় আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে লাওতারোর গোলেই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সতীর্থ মেসির কথা জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে দি মারিয়া বলেন, ‘সে (মেসি) যেভাবে মাঠ ছেড়ে চলে গেছে, সেটা আসলেই দুর্ভাগ্যের। তবে ধরে নিয়েছিলাম যে চোটটা অত গুরুতর না। শেষ পর্যন্ত আজ আমরা জিততে পেরেছি। তাকে আমরা খুশি করতে পেরেছি।’
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তো কম সময় নয়। দীর্ঘ এই সময়ে মেসিসহ বর্তমান আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে দি মারিয়ার। জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর ভাষা হারিয়ে ফেলেছেন দি মারিয়া, ‘আমি বুঝতে পারছি না কী বলব। এই প্রজন্মের খেলোয়াড়দের কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ। সবচেয়ে সেরা উপায়ে এটা (দি মারিয়ার ক্যারিয়ার) শেষ হয়েছে।’
ফাইনালে গোল মানেই আর্জেন্টিনার জয়—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় ছিল দি মারিয়ার। তবে আজ মায়ামির হার্ড রকে তাতে ব্যত্যয় ঘটে। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসের কাছে পরাস্ত হয়েছেন বারবার।
২০০৮ থেকে শুরু করে ২০২৪—১৬ বছরের মেসি-দি মারিয়া জুটির পথচলা শেষ হলো আজ। আর্জেন্টিনার জার্সিতে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন দুই বন্ধু। আন্তর্জাতিক ফুটবলে দি মারিয়া ১৪৫ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। কোপা আমেরিকায় করেছেন ৫ গোল।
আরও পড়ুন:
আনহেল দি মারিয়া, লিওনেল মেসি—মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ দুজনের চোখেই দেখা গেছে জল। দুই বন্ধুর কান্নার কারণ ছিল ভিন্ন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ হওয়ায় দি মারিয়া অশ্রুসিক্ত হয়ে পড়েন। মেসি কেঁদেছেন ম্যাচের মাঝপথে চোটে পড়ে ছিটকে যাওয়ার কষ্টে।
মেসি, দি মারিয়া—দুজনেই আজ কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন। ম্যাচের ৬৫ মিনিটে গোড়ালির চোটের কাছে হার মেনে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে অঝোরে কাঁদলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। অন্যদিকে ম্যাচের ১১৭ মিনিটের সময় দি মারিয়াকে বদলি করে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে। তখনই ছলছল চোখে হাত নেড়ে ভক্ত-সমর্থকদের থেকে বিদায় নেন দি মারিয়া। ১৬ বছরের সতীর্থ মেসিসহ বাকি সতীর্থদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে দি মারিয়াকে।
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল যখন টাইব্রেকারে গড়ানো সময়ের ব্যাপার ছিল, সে সময় আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে লাওতারোর গোলেই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সতীর্থ মেসির কথা জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে দি মারিয়া বলেন, ‘সে (মেসি) যেভাবে মাঠ ছেড়ে চলে গেছে, সেটা আসলেই দুর্ভাগ্যের। তবে ধরে নিয়েছিলাম যে চোটটা অত গুরুতর না। শেষ পর্যন্ত আজ আমরা জিততে পেরেছি। তাকে আমরা খুশি করতে পেরেছি।’
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তো কম সময় নয়। দীর্ঘ এই সময়ে মেসিসহ বর্তমান আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে দি মারিয়ার। জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর ভাষা হারিয়ে ফেলেছেন দি মারিয়া, ‘আমি বুঝতে পারছি না কী বলব। এই প্রজন্মের খেলোয়াড়দের কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ। সবচেয়ে সেরা উপায়ে এটা (দি মারিয়ার ক্যারিয়ার) শেষ হয়েছে।’
ফাইনালে গোল মানেই আর্জেন্টিনার জয়—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় ছিল দি মারিয়ার। তবে আজ মায়ামির হার্ড রকে তাতে ব্যত্যয় ঘটে। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসের কাছে পরাস্ত হয়েছেন বারবার।
২০০৮ থেকে শুরু করে ২০২৪—১৬ বছরের মেসি-দি মারিয়া জুটির পথচলা শেষ হলো আজ। আর্জেন্টিনার জার্সিতে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন দুই বন্ধু। আন্তর্জাতিক ফুটবলে দি মারিয়া ১৪৫ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। কোপা আমেরিকায় করেছেন ৫ গোল।
আরও পড়ুন:
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৬ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৬ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে