Ajker Patrika

চারে নামার মানসিক প্রস্তুতি ছিল না নাঈমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চারে নামার মানসিক প্রস্তুতি ছিল না নাঈমের। ছবি: আজকের পত্রিকা
চারে নামার মানসিক প্রস্তুতি ছিল না নাঈমের। ছবি: আজকের পত্রিকা

২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে, কিন্তু মাঠে নামতে হয় চার নম্বরে। ২৯ বলে করেন ৩২ রান। যদিও সে ম্যাচটি হারতে হয় ৭ উইকেটে।

ম্যাচেটিতে একাদশে থাকবেন, সেটিও জানতেন না নাঈম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দলের অনুশীলন না থাকলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন তিনি। তারপর সংবাদমাধ্যমকে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, ‘সত্যি বলতে, জাকের চোটে পড়ায় আমাকে চার নম্বরে খেলতে হয়েছে। আসলে আমার কথা ছিল পাঁচে খেলার। স্যারের সঙ্গে আলোচনা করেই চার নম্বরে খেলেছি। ওর চোট না থাকলে হয়তো খেলতামই না। আমি আগে থেকে জানতাম না এমন সুযোগ আসবে। মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়েই সব সময় নিজেকে প্রস্তুত রাখি। আজও অনুশীলনে ওপেনিং নিয়েই কাজ করলাম। ওই (চার নম্বরে খেলা) অবস্থায় মানসিক প্রস্তুতি না থাকলে খেলার মধ্যে তার প্রভাব পড়ে। ভবিষ্যতে এমন সুযোগ এলে এবার সেটা মাথায় থাকবে।’

ওপেনার হিসেবেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বেশি সময় ব্যাটিং করেন নাঈম। তবে ঘরোয়া লিগে মাঝেমধ্যে নিচের দিকে ব্যাট করার অভিজ্ঞতা আছে তার। তবুও আন্তর্জাতিক ম্যাচে হঠাৎ চার নম্বরে নেমে খেলাটা ভিন্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছি, ওপেনার হিসেবেই খেলেছি। তাই সে মানসিকতা থেকেই অনুশীলন করি। তবে মাঝের ওভারে খেলার অভিজ্ঞতা একেবারে নেই তা নয়। কিন্তু হুট করে চার নম্বরে নামলে মিডল অর্ডারদের যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তা আমার ঠিক জানা থাকে না। বাইরে থেকে সহজ মনে হলেও ভিতরে খেললে বোঝা যায়। নতুন একটা অভিজ্ঞতা হলো। পুরোপুরি ভিন্ন জিনিস। তাই সব জায়গার প্রস্তুতিই রাখার চেষ্টা করি। তবে আজকের অনুশীলনটা ছিল আমার একান্ত নিজের প্রস্তুতির জন্য।’

সামনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা সফর থেকে জয় নিয়ে ফেরায় দল আত্মবিশ্বাসে ভরপুর বলেও মনে করেন নাঈম। তিনি বলেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি, সেটা ধরে রাখার চেষ্টা করব। ঘরের মাঠে খেলা মানেই বাড়তি সুবিধা থাকে। মিরপুরে কী হয়, সবাই জানি। যদিও এখনও উইকেট দেখিনি। তবে দলের অবস্থা ভালো। আমি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে সবাই ভালো ছন্দে আছে। অতীতে কী হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকা যাবে না। এখন সময় নতুন করে ভালো কিছু করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত