কোপা আমেরিকার ফাইনালটি আনহেল দি মারিয়ারও ‘ফাইনাল’। দলের জন্য নিবেদিতপ্রাণ দি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ। লিওনেল মেসি কিংবা নিকোলাস ওতামেন্দি এখনো কিছু না বললেও ধরে নেওয়া হচ্ছে, মহাদেশীয় এই টুর্নামেন্টে এটাই শেষ ম্যাচ দুজনের। নিজেদের সেরাটা দিয়ে এই ‘শেষ’টা তাঁরা রাঙাবেন, এটাই তো চাওয়া আলবিসেলেস্তেদের।
আর ফাইনালে দি মারিয়া গোল পেলে হারে না আর্জেন্টিনা! কথাটা কারও কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পরিসংখ্যান কথা বলছে এর সপক্ষেই। ২০২১ সালের কোপা আমেরিকাই বলুন কিংবা ২০২২ সালের ফিনালিসিমা—দুই ফাইনালেই আর্জেন্টিনা জিতেছে দি মারিয়ার গোলে। আর দলটির বড় অর্জনের স্মৃতি তো আর্জেন্টাইন সমর্থকদের মনে তরতাজাই থাকার কথা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন দি মারিয়া। তাহলে আরেকটি কোপা জিততে মরিয়া আর্জেন্টিনার হয়ে আজ আরও এক গোল করবেন দি মারিয়া—এটাই সহজ প্রত্যাশা আলবিসেলেস্তে সমর্থকদের। কিন্তু এবার দি মারিয়ার জন্যই শিরোপা জিততে চাইছেন লিওনেল মেসি, ‘আমাদের উচ্ছ্বাসের মধ্যমণি অনেকবারই হয়েছে সে। দলের জন্য সব সময়ই নিজেদের সেরাটা দিয়েছে। এই ফাইনাল খেলেই সে অবসর নেবে, যেটা তার প্রাপ্য।’
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা-বিশ্বকাপ-কোপা—ত্রিমুকুট জয়ের রেকর্ডও গড়বে। ইউরোপের প্রথম এবং একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুট জয়ের কৃতিত্ব স্পেনের। এবার কোপা জিতলে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়বে আর্জেন্টিনা।
আর এই ত্রিমুকুটের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি তাকিয়ে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির দিকে। সেমিফাইনালের আগে এই টুর্নামেন্টে অবশ্য নিজের ছায়া হয়ে থেকেছেন। সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করেছেন। তবে মেসির সৃজনশীল রুদ্র রূপ এখনো দেখা যায়নি কোপায়। তাঁর মতো বড় মাপের খেলোয়াড় ফাইনালে জ্বলে উঠবেন, এমনটা আশা আলবিসেলেস্তেদের।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল আর্জেন্টিনা। ১২ নম্বরে কলম্বিয়া। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে মেসির দল। এ পর্যন্ত দুই দলের ৪২ সাক্ষাতের ২৫টিতেই জিতেছে আর্জেন্টিনা। ৯টি কলম্বিয়া। তাই সব দিক থেকেই প্রাক্-ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা। তবে এই তথ্যটা স্কালানির দলের জন্য সুখকর নয়—টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
তবে আজ কলম্বিয়ার অজেয় যাত্রা আর্জেন্টিনা থামিয়ে দেবে বলেই মনে করেন ইভান জামরানো। তাঁর ভাষায়, ‘স্কালানির দলের সবাইকে ভেতর থেকেই জানেন। লম্বা সময় খেলে তারা এখন একটা ইউনিট এবং সেটা প্রমাণিত। বিশ্বেরসেরা সব খেলোয়াড় তাদের—এটা দলটির বাড়তি বোনাস। তারাই ফেবারিট।’
কোপা আমেরিকার ফাইনালটি আনহেল দি মারিয়ারও ‘ফাইনাল’। দলের জন্য নিবেদিতপ্রাণ দি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ। লিওনেল মেসি কিংবা নিকোলাস ওতামেন্দি এখনো কিছু না বললেও ধরে নেওয়া হচ্ছে, মহাদেশীয় এই টুর্নামেন্টে এটাই শেষ ম্যাচ দুজনের। নিজেদের সেরাটা দিয়ে এই ‘শেষ’টা তাঁরা রাঙাবেন, এটাই তো চাওয়া আলবিসেলেস্তেদের।
আর ফাইনালে দি মারিয়া গোল পেলে হারে না আর্জেন্টিনা! কথাটা কারও কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পরিসংখ্যান কথা বলছে এর সপক্ষেই। ২০২১ সালের কোপা আমেরিকাই বলুন কিংবা ২০২২ সালের ফিনালিসিমা—দুই ফাইনালেই আর্জেন্টিনা জিতেছে দি মারিয়ার গোলে। আর দলটির বড় অর্জনের স্মৃতি তো আর্জেন্টাইন সমর্থকদের মনে তরতাজাই থাকার কথা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন দি মারিয়া। তাহলে আরেকটি কোপা জিততে মরিয়া আর্জেন্টিনার হয়ে আজ আরও এক গোল করবেন দি মারিয়া—এটাই সহজ প্রত্যাশা আলবিসেলেস্তে সমর্থকদের। কিন্তু এবার দি মারিয়ার জন্যই শিরোপা জিততে চাইছেন লিওনেল মেসি, ‘আমাদের উচ্ছ্বাসের মধ্যমণি অনেকবারই হয়েছে সে। দলের জন্য সব সময়ই নিজেদের সেরাটা দিয়েছে। এই ফাইনাল খেলেই সে অবসর নেবে, যেটা তার প্রাপ্য।’
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা-বিশ্বকাপ-কোপা—ত্রিমুকুট জয়ের রেকর্ডও গড়বে। ইউরোপের প্রথম এবং একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুট জয়ের কৃতিত্ব স্পেনের। এবার কোপা জিতলে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়বে আর্জেন্টিনা।
আর এই ত্রিমুকুটের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি তাকিয়ে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির দিকে। সেমিফাইনালের আগে এই টুর্নামেন্টে অবশ্য নিজের ছায়া হয়ে থেকেছেন। সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করেছেন। তবে মেসির সৃজনশীল রুদ্র রূপ এখনো দেখা যায়নি কোপায়। তাঁর মতো বড় মাপের খেলোয়াড় ফাইনালে জ্বলে উঠবেন, এমনটা আশা আলবিসেলেস্তেদের।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল আর্জেন্টিনা। ১২ নম্বরে কলম্বিয়া। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে মেসির দল। এ পর্যন্ত দুই দলের ৪২ সাক্ষাতের ২৫টিতেই জিতেছে আর্জেন্টিনা। ৯টি কলম্বিয়া। তাই সব দিক থেকেই প্রাক্-ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা। তবে এই তথ্যটা স্কালানির দলের জন্য সুখকর নয়—টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
তবে আজ কলম্বিয়ার অজেয় যাত্রা আর্জেন্টিনা থামিয়ে দেবে বলেই মনে করেন ইভান জামরানো। তাঁর ভাষায়, ‘স্কালানির দলের সবাইকে ভেতর থেকেই জানেন। লম্বা সময় খেলে তারা এখন একটা ইউনিট এবং সেটা প্রমাণিত। বিশ্বেরসেরা সব খেলোয়াড় তাদের—এটা দলটির বাড়তি বোনাস। তারাই ফেবারিট।’
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩০ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
৪ ঘণ্টা আগে