Ajker Patrika

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপা এখন মেসির

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৬: ০৫
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপা এখন মেসির

সময়টা এখন শুধুই আর্জেন্টিনা আর লিওনেল মেসির। ফুটবল বিধাতা যেন দুহাত ভরে দিচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নদের। একের পর এক ফাইনাল হারতে থাকা আর্জেন্টিনা এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দে ভাসছে।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে আজ সকালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের শিষ্যে পৌঁছে গেছেন মেসি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৫ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে। আর্জেন্টিনা, বার্সেলোনা, ইন্টার মায়ামি, পিএসজি—এই চার দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। মেসির পর শিরোপা জয়ে দুইয়ে আছেন ব্রাজিলের দানি আলভেজ। ফুটবলে সব মিলিয়ে ৪৪ ট্রফি জিতেছেন আলভেজ। আলভেজ, মেসি একসঙ্গে খেলেছেন বার্সেলোনার জার্সিতে।

ক্লাব ফুটবলে শুরু থেকেই সাফল্য ধরা দিচ্ছিল। বার্সেলোনার জার্সিতে শিরোপা জেতা তো রীতিমতো অভ্যাসে পরিণত করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন এই খুদে জাদুকর। ন্যু ক্যাম্প ছাড়ার পর পিএসজিতে জিতেছেন লিগ ওয়ান শিরোপা, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। ইউরোপীয় ফুটবল ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতেও জিতেছেন লিগ কাপ।

আর্জেন্টিনার জার্সিতে শিরোপার দেখা অবশ্য মিলছিল না মেসির। জাতীয় দলের প্রত্যাবর্তনের গল্পটা শুরু হয় ২০২১ কোপা আমেরিকা জয়ের পরই। তারপরের যাত্রাটা হয়তো কতটা মধুর ছিল, সেটা বর্ণনা করা খুবই কঠিন। আকাশি-নীল জার্সিতে তারপর টানা তিনটি শিরোপার দেখা পেয়েছেন মেসি। ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপের পর আজ জিতলেন কোপা আমেরিকার শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত