Ajker Patrika

আবেগঘন পোস্টে মেসি কী লিখলেন 

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩: ৫৯
আবেগঘন পোস্টে মেসি কী লিখলেন 

আর্জেন্টিনা-কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল এক ঘটনাবহুল ম্যাচই বটে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গতকাল ডাগআউটে লিওনেল মেসির কান্না-হাসি দুটিই দেখা গেছে। একই সঙ্গে আর্জেন্টাইন দুই তারকা ফুটবলারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। 

ফাইনালে গতকাল ম্যাচের ৬৫ মিনিটে গোড়ালির চোটে পড়ে মাঠ ছেড়ে চলে যেতে হয় মেসিকে। ডাগআউটে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদেরও মন খারাপ হয়। ঘণ্টাখানেক পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দেখা গেছে উল্লাস করতে। এই উল্লাস আর্জেন্টিনার কোপা আমেরিকায় রেকর্ড ১৬ শিরোপাজয়ের আনন্দ। চ্যাম্পিয়ন হওয়ার পর ইনস্টাগ্রামে বিশাল এক পোস্ট দিয়েছেন মেসি। শুরুটাই করেছেন নিজের চোট সম্পর্কিত ব্যাপারে বর্ণনা দিয়ে, ‘কোপা আমেরিকা শেষ হয়েছে। প্রথম কথা হচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার খোঁজ-খবর নিয়েছেন। আমি দ্রুত সেরে উঠছি। সৃষ্টিকর্তার আশীর্বাদে শিগগিরই মাঠে ফিরতে পারব। এটাই আমি বেশি উপভোগ করি। আমি অনেক খুশি। বিশেষ করে যা অর্জন করেছি, তা পেয়ে।’ 

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর এভাবেই মজা করেছেন আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দি। ছবি: এএফপিশিরোপা নির্ধারণী ম্যাচের ১১৭ মিনিটে কান্নাভেজা অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন আনহেল দি মারিয়া। আন্তর্জাতিক ফুটবল থেকে শেষ ম্যাচ খেলার কারণেই তাঁর চোখে জল দেখা গেছে। দি মারিয়ার মতো নিকোলাস ওতামেন্দিও খেলে ফেলেন আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। দীর্ঘদিনের সতীর্থ মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছেন দি মারিয়া। শিরোপাজয়ের পর দি মারিয়া, ওতামেন্দি—আর্জেন্টাইন দুই তারকা ফুটবলারের সঙ্গে উদ্‌যাপন করেছেন মেসি। ‘এল ফিদেও’ উপাধি পাওয়া দি মারিয়া এবং ওতামেন্দির পাশাপাশি সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনের কথা বলেছেন মেসি। মেসির কাছে আর্জেন্টিনা দল একটা পরিবার, ‘ফিদে (দি মারিয়া) চলে গেছেন আরও এক শিরোপা নিয়ে। তিনি (দি মারিয়া) এবং ওতার মতো বিশেষ কারও সঙ্গে এমন রোমাঞ্চকর মুহূর্ত অনেক পেয়েছি। অন্য সতীর্থ যারা আছে, তাদেরও বেশ কিছু টুর্নামেন্ট খেলার সুযোগ হয়েছে এবং অভিজ্ঞতাও হয়েছে। আমরা একই সঙ্গে দল ও পরিবার।’

২০২১ কোপা আমেরিকা জয় দিয়ে ২৮ বছর পর মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের খরা কাটায় আর্জেন্টিনা। তারপর থেকে আলবিসেলেস্তেরা জিতে চলেছে একের পর এক শিরোপা। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকাসহ গত তিন বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার সবশেষ চার শিরোপাজয়ের প্রতিটিতেই জড়িয়ে মেসি ও দি মারিয়া। আর্জেন্টিনার ম্যাচ যে ভেন্যুতেই হয়েছে, সেখানেই দেখা গেছে গ্যালারিতে আকাশি-নীল জার্সি পরিহিত দর্শকদের সমারোহ। শুধু তাই নয়, টিভি সেটের সামনেও আর্জেন্টিনার উদ্দেশে গলা ফাটিয়েছেন অসংখ্য ভক্ত-সমর্থক। মেসি বলেন, ‘সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাদের সমর্থন দিয়েছেন। এই জাতীয় দলটার বর্তমান ও ভবিষ্যৎ অনেক ভালো। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত