ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছিল পাকিস্তান। তখন পাকিস্তান দলকে রীতিমতো ধুইয়ে দিয়েছিলেন শোয়েব আখতার, কামরান আকমালের মতো দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ধবলধোলাই এড়ানোর পরই যেন বদলে গেল সবকিছু।
দ্বিপক্ষীয় সিরিজের উইকেট স্বাগতিক দলের ‘রেসিপি’ মেনেই যে হয়, সেটা না বললেও চলছে। বাংলাদেশও কোনো দলকে আতিথেয়তা জানালে মিরপুরে চিরায়ত বোলিংবান্ধব উইকেট বানিয়ে থাকে। ব্যাটারদের বধ্যভূমিতে প্রথম দুই টি-টোয়েন্টিতে পাকিস্তান অলআউট হয়েছিল ১১০ ও ১২৫ রানে। সেই মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংবান্ধব উইকেট পেয়ে সালমান আলী আঘার দল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ১৭৮ রান করেছে। যেখানে ওপেনার সাহিবজাদা ফারহান ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায়।
পাকিস্তান ৭৪ রানে জিতে ধবলধোলাই এড়ানোর পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন। তাঁর মতে পাকিস্তানের কৃতিত্ব যতটা, সেটার চেয়ে বাংলাদেশের ‘পরোপকারী মনোভাব’ই এখানে বেশি অবদান রেখেছে। বাসিত বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারের শরীরী ভাষা দেখে একটা জিনিস সহজেই বোঝা গেছে। যেন পাকিস্তানকে তারা (বাংলাদেশ) বলেছে, ‘‘চল ভাই, একটা ম্যাচে তোমরা জিতে যাও।’’ কামরান আকমলও কথা বলেছেন বাসিতের সুরে। নিজের ইউটিউব চ্যানেলে আকমল বলেন, ‘তৃতীয় ম্যাচ পাকিস্তান জিতেছে ঠিকই। তবে মনে হয়েছে বাংলাদেশ যেন ইচ্ছে করেই সুযোগ করে দিয়েছে।’
শেষ টি-টোয়েন্টির একাদশে বাংলাদেশ এনেছে পাঁচ পরিবর্তন। পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব—স্বাগতিকেরা এই পাঁচ ক্রিকেটারকে দেয় বিশ্রাম। তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে আসেন তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। যেখানে মিরাজ-তানজিদ তামিম ছাড়া বাকি তিনজনের টুকটাক অবদান ছিল এই ম্যাচে। তাসকিন ও নাসুম নিয়েছেন ৩ ও ২ উইকেট। যেখানে নাসুম নিয়েছেন ২ উইকেট। একটা পর্যায়ে পাকিস্তানের স্কোর ৮ ওভারে ১ উইকেটে ৮২ রান থাকলেও তাদের স্কোরবোর্ডে ২০০ রান জমা করতে পারেনি।
১৭৯ রান তাড়া করতে ৬৫ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশের তখন দলীয় সেঞ্চুরিই অনেক দূরের পথ মনে হচ্ছিল। আট নম্বরে নামা সাইফউদ্দিনের ৩৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসেই কোনোরকমে ১০০ পেরোয় বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের একাদশ দেখে বাসিত বলেন, ‘বাংলাদেশের মোস্তাফিজ খেলেনি, রিশাদ খেলেনি। তবু মনে হয়নি যে এটা দ্বিতীয় সারির দল। তাদের শরীরী ভাষা, আগ্রাসী মনোভাব-আরও বেশি পরিণত ছিল।’
২০১৫ ও ২০২৪ সালে পাকিস্তানকে ওয়ানডে ও টেস্টে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে তিন সংস্করণেই তাদের এমন কিছু উপহার দেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেটা পারেনি লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা চার টি-টোয়েন্টি জয়ের পর অবশেষে মিরপুরেই থামতে হলো লিটনদের।
বাংলাদেশের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছিল পাকিস্তান। তখন পাকিস্তান দলকে রীতিমতো ধুইয়ে দিয়েছিলেন শোয়েব আখতার, কামরান আকমালের মতো দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ধবলধোলাই এড়ানোর পরই যেন বদলে গেল সবকিছু।
দ্বিপক্ষীয় সিরিজের উইকেট স্বাগতিক দলের ‘রেসিপি’ মেনেই যে হয়, সেটা না বললেও চলছে। বাংলাদেশও কোনো দলকে আতিথেয়তা জানালে মিরপুরে চিরায়ত বোলিংবান্ধব উইকেট বানিয়ে থাকে। ব্যাটারদের বধ্যভূমিতে প্রথম দুই টি-টোয়েন্টিতে পাকিস্তান অলআউট হয়েছিল ১১০ ও ১২৫ রানে। সেই মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংবান্ধব উইকেট পেয়ে সালমান আলী আঘার দল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ১৭৮ রান করেছে। যেখানে ওপেনার সাহিবজাদা ফারহান ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায়।
পাকিস্তান ৭৪ রানে জিতে ধবলধোলাই এড়ানোর পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন। তাঁর মতে পাকিস্তানের কৃতিত্ব যতটা, সেটার চেয়ে বাংলাদেশের ‘পরোপকারী মনোভাব’ই এখানে বেশি অবদান রেখেছে। বাসিত বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারের শরীরী ভাষা দেখে একটা জিনিস সহজেই বোঝা গেছে। যেন পাকিস্তানকে তারা (বাংলাদেশ) বলেছে, ‘‘চল ভাই, একটা ম্যাচে তোমরা জিতে যাও।’’ কামরান আকমলও কথা বলেছেন বাসিতের সুরে। নিজের ইউটিউব চ্যানেলে আকমল বলেন, ‘তৃতীয় ম্যাচ পাকিস্তান জিতেছে ঠিকই। তবে মনে হয়েছে বাংলাদেশ যেন ইচ্ছে করেই সুযোগ করে দিয়েছে।’
শেষ টি-টোয়েন্টির একাদশে বাংলাদেশ এনেছে পাঁচ পরিবর্তন। পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব—স্বাগতিকেরা এই পাঁচ ক্রিকেটারকে দেয় বিশ্রাম। তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে আসেন তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। যেখানে মিরাজ-তানজিদ তামিম ছাড়া বাকি তিনজনের টুকটাক অবদান ছিল এই ম্যাচে। তাসকিন ও নাসুম নিয়েছেন ৩ ও ২ উইকেট। যেখানে নাসুম নিয়েছেন ২ উইকেট। একটা পর্যায়ে পাকিস্তানের স্কোর ৮ ওভারে ১ উইকেটে ৮২ রান থাকলেও তাদের স্কোরবোর্ডে ২০০ রান জমা করতে পারেনি।
১৭৯ রান তাড়া করতে ৬৫ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশের তখন দলীয় সেঞ্চুরিই অনেক দূরের পথ মনে হচ্ছিল। আট নম্বরে নামা সাইফউদ্দিনের ৩৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসেই কোনোরকমে ১০০ পেরোয় বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের একাদশ দেখে বাসিত বলেন, ‘বাংলাদেশের মোস্তাফিজ খেলেনি, রিশাদ খেলেনি। তবু মনে হয়নি যে এটা দ্বিতীয় সারির দল। তাদের শরীরী ভাষা, আগ্রাসী মনোভাব-আরও বেশি পরিণত ছিল।’
২০১৫ ও ২০২৪ সালে পাকিস্তানকে ওয়ানডে ও টেস্টে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে তিন সংস্করণেই তাদের এমন কিছু উপহার দেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেটা পারেনি লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা চার টি-টোয়েন্টি জয়ের পর অবশেষে মিরপুরেই থামতে হলো লিটনদের।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১২ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১৫ ঘণ্টা আগে