ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সিরিজ আগেই নিশ্চিত করে ফেলায় মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা হয়ে যায় স্রেফ আনুষ্ঠানিকতার। নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষ ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি দেখতে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দুই দেশের বোর্ড সভাপতি।
মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির কাছে জানতে চাওয়া হয়, শিগগিরই এই দুই দেশের (বাংলাদেশ-পাকিস্তান) সিরিজ আয়োজন করা সম্ভব কিনা। তখনই এসেছে ত্রিদেশীয় সিরিজের প্রসঙ্গ। কারণ, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারিতে কেবল অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল। এর বদলে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাকভি। পিসিবি সভাপতি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা চাইছি এমন ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া) আয়োজন করতে।’
নাকভি এবার ঢাকায় এসেছেন গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা উপলক্ষে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে এই বার্ষিক সভা। ঢাকায় আসার পর যেভাবে অতিথি আপ্যায়ন করা হয়েছে, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রশংসায় ভাসিয়েছেন নাকভি। পিসিবি সভাপতি বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসি-তে আমাদের ২৫ জন সদস্য আছেন এবং ২৫ জন সদস্যই এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয়ত, আমি এখানে আগত সকল সদস্যকে এবং যারা ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবি-কে তাদের অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সভায় ১৩ দেশের প্রতিনিধিরা সশরীরে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নিয়েছেন। শোনা যাচ্ছে, ৫ থেকে ২১ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্ট হবে ৮ দলের। যার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দেশ পূর্ণ সদস্যের। অপর তিন দল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। এই তিন দল সুযোগ পাবে এসিসি প্রিমিয়ার কাপের শিরোপা জয়ের কারণে।
ইন্টারকন্টিনেন্টালে সভা শেষে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি দেখতে যান নাকভি। শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানে জিতে পাকিস্তান এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ শেষে ২-১ ব্যবধানে সিরিজজয়ী বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দেন পিসিবি সভাপতি। নাকভি একই সঙ্গে এসিসিরও প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে।
বাংলাদেশ সিরিজ আগেই নিশ্চিত করে ফেলায় মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা হয়ে যায় স্রেফ আনুষ্ঠানিকতার। নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষ ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি দেখতে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দুই দেশের বোর্ড সভাপতি।
মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির কাছে জানতে চাওয়া হয়, শিগগিরই এই দুই দেশের (বাংলাদেশ-পাকিস্তান) সিরিজ আয়োজন করা সম্ভব কিনা। তখনই এসেছে ত্রিদেশীয় সিরিজের প্রসঙ্গ। কারণ, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারিতে কেবল অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল। এর বদলে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাকভি। পিসিবি সভাপতি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা চাইছি এমন ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া) আয়োজন করতে।’
নাকভি এবার ঢাকায় এসেছেন গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা উপলক্ষে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে এই বার্ষিক সভা। ঢাকায় আসার পর যেভাবে অতিথি আপ্যায়ন করা হয়েছে, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রশংসায় ভাসিয়েছেন নাকভি। পিসিবি সভাপতি বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসি-তে আমাদের ২৫ জন সদস্য আছেন এবং ২৫ জন সদস্যই এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয়ত, আমি এখানে আগত সকল সদস্যকে এবং যারা ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবি-কে তাদের অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সভায় ১৩ দেশের প্রতিনিধিরা সশরীরে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নিয়েছেন। শোনা যাচ্ছে, ৫ থেকে ২১ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্ট হবে ৮ দলের। যার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দেশ পূর্ণ সদস্যের। অপর তিন দল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। এই তিন দল সুযোগ পাবে এসিসি প্রিমিয়ার কাপের শিরোপা জয়ের কারণে।
ইন্টারকন্টিনেন্টালে সভা শেষে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি দেখতে যান নাকভি। শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানে জিতে পাকিস্তান এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ শেষে ২-১ ব্যবধানে সিরিজজয়ী বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দেন পিসিবি সভাপতি। নাকভি একই সঙ্গে এসিসিরও প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১২ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১৫ ঘণ্টা আগে