Ajker Patrika

মিরপুরের উইকেটকে আবারও প্রশ্নবিদ্ধ করল পাকিস্তান, লিটন কী বললেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২: ২১
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে লিটন দাস। ছবি: ফেসবুক
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে লিটন দাস। ছবি: ফেসবুক

মিরপুরের উইকেটের রহস্যময় আচরণ তো নতুন কিছু নয়। বোলিংবান্ধব এই উইকেটে কালেভদ্রে যা একটু রান ওঠে। বাংলাদেশের বিপক্ষে এবার সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান। একই মাঠে গতকাল জয়ের পরও উইকেটকে প্রশ্নবিদ্ধ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।

প্রথম দুই টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করা দল করেছিল ১১০ ও ১৩৩ রান। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করেছিল পাকিস্তান। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান নামে ধবলধোলাই এড়ানোর মিশনে। টস হেরে আগে ব্যাটিং পেয়ে পাকিস্তান করেছে ৭ উইকেটে ১৭৮ রান। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭৪ রানে হারলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে আসেন অধিনায়ক সালমান। শেষ ম্যাচ জয়ের পরও তাঁর মনে হয়েছে, এই পিচে খেললে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেওয়া যাবে না। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘পিচ নিয়ে কিছু বলিনি। বলেছি যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য আদর্শ পিচ নয়। কারণ, আমার মনে হয় না সেখানে এরকম পিচ থাকবে। তবে পিচ নিয়ে কোনো সমস্যা আমার নেই। আন্তর্জাতিক দল হিসেবে যেকোনো পিচেই মানিয়ে নিতে হবে। প্রথম দুই ম্যাচে পারিনি। এই ম্যাচে পেরেছি।’

যে উইকেটে ব্যাটাররা রানের জন্য হাঁসফাঁস করেন, এমন উইকেটে খেলে বাংলাদেশ বড় মঞ্চে অতীতে হোঁচট খেয়েছে বারবার। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জলজ্যান্ত উদাহরণ। সেবার বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতলেও দুবাইয়ে বিশ্বকাপ ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ২০২২ এশিয়া কাপও যখন সংযুক্ত আরব আমিরাতে হলো, সেবারও বাংলাদেশ হোঁচট খেয়েছিল। এবারও এশিয়া কাপ যদি আমিরাতে হয়, সেখানেও ব্যাটিংবান্ধব উইকেট থাকার কথা।

মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টির উইকেট যে প্রথম দুই ম্যাচের তুলনায় ভালো ছিল, সেটা স্বীকার করছেন লিটন। একই সঙ্গে প্রতিপক্ষকে ধবলধোলাই করতে না পারার দায় ব্যাটারদের ওপরই দিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘আমরা সবশেষ যে দুইটা উইকেটে প্রথম দুই ম্যাচ খেলেছি, তার থেকে আজকের (কাল) উইকেট ভালো ছিল। ব্যাটিং বান্ধব। আমরা বোলিং ইউনিট খুব ভালো করেছি। অধিনায়ক হিসাবে চেজ করার মতো রান ছিল। কিন্তু পাওয়ারপ্লেতে (ছয় ওভারে) আমরা ম্যাচটা থেকে সরে গিয়েছি। আমরা ব্যাটিং ইউনিট সঠিক ক্রিকেট খেলতে পারিনি।’

দাপুটে জয়ে ধবলধোলাই এড়ানোয় পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্রিকেটার হিসাবে আমাদের এখানে মানিয়ে নেওয়াই কাজ। আমরা মনে হয় প্রথম দুই ম্যাচ আমরা মানিয়ে নিয়েছিলাম বেশ। প্রথম দুইদিন আমরা ভালো খেলেছিলাম। তারা সংগ্রাম করেছে। আজকে আমরা সংগ্রাম করলাম। তারা (পাকিস্তান) ভালো ক্রিকেট খেলেছে।’

মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে লিটন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা উল্লেখ করেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা সবশেষ বিশ্বকাপ খেলেছি সেন্ট ভিনসেন্টে। সেখানকার উইকেট ছিল একইরকম। ১৩০, ১৪০। ক্রিকেটে এটা হয়। কিছু কিছু সময় উইকেট আপনার কাছে চাইবে ১৮০–২০০রান। কিছু কিছু দিন আপনি ১৩০ এর উইকেট পাবেন।’

৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। শেষ ম্যাচ হারলেও বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। সিরিজে সর্বোচ্চ ৭১ রান করে সিরিজসেরা হয়েছেন জাকের আলী অনিক। গড় ৩৫.৫ ও স্ট্রাইকরেট ১১৮.৩৩। যেখানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের একটা কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত