লাল কার্ড পাওয়া জাভি এবার দুই ম্যাচ নিষিদ্ধ
ম্যাচ তো নয়, রোববার বার্সেলোনা-হেতাফে ম্যাচে কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল’ কুরুক্ষেত্র’। একের পর এক ফাউল, রেফারির কার্ড দেওয়া-এসবই দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর। সেই ম্যাচে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা দুজনে দেখেছেন লাল কার্ড। এবার তাঁরা পেয়েছেন আরও বড় শাস্তি।