Ajker Patrika

ইউরোপ ফুটবলে এই সপ্তাহে যা যা ঘটতে পারে

ইউরোপ ফুটবলে এই সপ্তাহে যা যা ঘটতে পারে

মৌসুম প্রায় শেষ দিকে। শেষের আগে জমে উঠেছে রোমাঞ্চও। শিরোপার খুব কাছে গিয়েও কারও হৃদয় ভাঙবে তো কেউ হাসবে জয়ের আনন্দে। অবশ্য এখনো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সিরি ‘আ’ ছাড়া আর কোথাও ২০২২-২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত হয়নি। এই মাসের শুরুতে পাঁচ ম্যাচ হাতে রেখে ৩৩ বছর পর ইতালিয়ান ফুটবলের শীর্ষ শিরোপা জিতেছে নাপোলি। 

এ ছাড়া এই সপ্তাহে আরও তিন লিগে শিরোপার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে। মূলত ইউরোপের লিগ পর্যায়ের ম্যাচ হয়ে থাকে শনি ও রবিবার। আজ যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো জায়ান্টরা। তবে তারা শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে বহু আগে। লড়াইটা চলছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে। আগামীকাল রোববার মাঠে নামবে তারা। 

আর্সেনাল যদি নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে হারে আর এভারটনের মাঠে ম্যানচেস্টার সিটি জেতে তবে এই সপ্তাহে নিশ্চিত হয়ে যেতে পারে প্রিমিয়ার লিগ শিরোপা। সে ক্ষেত্রে ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকবে মিকেল আর্তেতার দল। আর এক ম্যাচ কম খেলে সিটি এগিয়ে যাবে ৪ পয়েন্ট। এই মুহূর্তে আর্সেনালের এক হোঁচট মানে সিটিজেনদের হ্যাটট্রিক লিগ জয়ের পথে একধাপ এগিয়ে দেওয়া। 

এ ছাড়া এই সপ্তাহের মধ্যে বুন্দেসলিগা কার ঘরে উঠছে সেটিও প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে। গত ১০ বছর ধরে জার্মান ফুটবলের সর্বোচ্চ শিরোপা নিজেদের দখলে রেখেছে বায়ার্ন মিউনিখ। আজ তারা নিজেদের মাঠে শালকেকে ‍৬-০ গোলে উড়িয়ে দিয়ে সংখ্যাটা ১১ করার পথে আরেক ধাপ এগিয়ে গেছে। আজ যদি বাভারিয়ানরা তাদের নিকট প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠ মনশেনগ্লাডবাচের কাছে হারে তবে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়বে। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে তখন ডর্টমুন্ডের ব্যবধান দাঁড়াবে ৪। 

তবে এই দুই লিগে লড়াইটা অন্তত আরেক সপ্তাহ জারি থাকলেও আগামীকাল রাতে চার বছরের কষ্ট দূর হতে পারে বার্সেলোনার। আজ ঐতিহ্যবাহী কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে জিতলে ২০১৮-১৯ মৌসুম পর লিগ ঘরে তুলবে স্প্যানিশ জায়ান্টরা। শিরোপা জেতার জন্য বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিন পয়েন্ট হলেই চলবে জাভি হার্নান্দেজের শিষ্যদের। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ যদি তাদের বাকি পাঁচ ম্যাচও জেতে তবে পয়েন্ট হবে ৮৪। আর আজ এস্পানিওলের মাঠে জিতলে বার্সার পয়েন্ট হবে ৩৪ ম্যাচে ৮৫। 

এ ছাড়া এই সপ্তাহে প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’ ও বুন্দেসলিগায় সেরা চারে কার থাকার সম্ভাবনা রয়েছে সেটিও প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে। আগামীকাল শিরোপার নিষ্পত্তি হবে মেয়েদের এফএ কাপেরও। ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রাতে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত