Ajker Patrika

টানা দ্বিতীয় হারে শিষ্যদের মধ্যে তাড়নার অভাব দেখছেন জাভি

আপডেট : ২৪ মে ২০২৩, ১০: ৩৩
টানা দ্বিতীয় হারে শিষ্যদের মধ্যে তাড়নার অভাব দেখছেন জাভি

শিরোপা উদ্‌যাপনের দিনও বার্সেলোনা হেরেছিল। গতকালও ঠিক তাই। রিয়াল ভায়োদোলিদের কাছে ৩-১ গোলের হারটা লা লিগায় টানা দ্বিতীয় পরাজয় তাদের। কিন্তু ম্যাচ হারলেও কাতালান ক্লাবের ক্ষেত্রে ফলটা খুব একটা প্রভাব রাখছে না লা লিগায়। 

 চার ম্যাচ হাতে রেখেই এবারের মৌসুমে বার্সা চ্যাম্পিয়ন হয়। অনেক আগেই চ্যাম্পিয়ন হওয়ায় হয়তো খেলোয়াড়েরা শেষ দিকের ম্যাচে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। গা-ছাড়া ভাবে হয়তো খেলছে রবার্ট লেভানডভস্কি-সার্জিও বুসকেটসরা। শিষ্যরা এমনটা ভাবলেও ম্যাচের ফলে খুশি নন কোচ জাভি হার্নান্দেজ। 

ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জাভি জানিয়েছেন, শিরোপা নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁর দলের মধ্যে তাড়নার অভাববোধ হচ্ছে। বার্সা কোচ বলেছেন, ‘আমাদের জন্য এই ম্যাচগুলোর প্রস্তুতি নেওয়াটা কঠিন হচ্ছে। ইতিমধ্যে লক্ষ্য অর্জিত হওয়ায়। এই ফলগুলো আমাদের প্রেরণার অভাবে হচ্ছে, তবে আমরা চেষ্টা করেছি। প্রথমার্ধে ভালো সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে ছিটকে পড়েছি।’ 

গতকাল ভায়োদোলিদের মাঠে বার্সার শুরুটা হয় আত্মঘাতী গোলে। ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন ২ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ২০ মিনিট পর তাঁরই সতীর্থ এরিক গার্সিয়া প্রতিপক্ষকে আরেকটি গোল উপহার দেন। নিজেদের ডি বক্সে গঞ্জালো প্লাতাকে ফাউল করেন। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি ভায়োদোলিদের ফরোয়ার্ড কাইলি লারিন। প্রথমার্ধের ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। 

বিরতির পর গোল শোধ দেওয়ার পরিবর্তে তৃতীয় গোল হজম করে বার্সা। ৭৩ মিনিটে ভায়োদোলিদের গোলটি করেন প্লাতা। শেষ দিকে অবশ্য ১ গোল শোধ করে কাতালান ক্লাব। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান কমানো গোল করেন লেভানডভস্কি। এরপর আর কোনো গোল না হওয়ায় লিগে টানা দ্বিতীয় পরাজয় বরণ করতে হলো চ্যাম্পিয়নদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত