Ajker Patrika

মৌসুম শুরুর আগেই শেষের শঙ্কায় কোর্তোয়া

মৌসুম শুরুর আগেই শেষের শঙ্কায় কোর্তোয়া

লা লিগার মৌসুম শুরুর আগেই শেষের শঙ্কায় থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের হয়ে আজ সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় যে বড় দুঃসংবাদ পেয়েছেন বেলজিয়াম গোলরক্ষক। বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। 

জানা গেছে, কোর্তোয়ার চোট কাটিয়ে উঠতে অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। চোট কাটিয়ে উঠতে আগামী বছরের এপ্রিলের আগে সুস্থ হতে পারবেন না ৩১ বছর বয়সী তারকা। চোট এতটাই গুরুতর যে লা লিগার পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। বিষয়টি স্বয়ং নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে রিয়াল।

আগামীকাল আলমেরিয়া–রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে লা লিগা শুরু হবে। মৌসুমকে সামনে রেখেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন কোর্তোয়া। সর্বশেষ মৌসুমের মতোই হয়তো এবারও স্বপ্ন দেখছিলেন দলের গোলবারে আস্থার প্রতীক হওয়ার। কিন্তু মৌসুম শুরুর আগেই ছিটকে গেলেন তিনি।

চোট সমস্যা অবশ্য নতুন নয় কোর্তোয়ার। গত মৌসুমেও একাধিকবার হ্যামস্ট্রিং ও নিতম্বের চোটে পড়েছিলেন তিনি। লিগ ও চ্যাম্পিয়ন লিগের বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন। সঙ্গে খেলতে পারেননি ক্লাব বিশ্বকাপও। জাতীয় দলের ক্যাম্পের সময় গত জুনে হাঁটুর চোটে পড়ে বাড়ি ফিরে গিয়ে তো বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক চেলসি গোলরক্ষক। কোর্তোয়া ছিটকে যাওয়ায় আন্দ্রি লুনিন সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণের। বেশির ভাগ সময়ই কোর্তোয়ার ছায়ায় ছিলেন ২৪ বছর বয়সী ইউক্রেনিয়ান গোলরক্ষক। আগামী পরশু অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত