Ajker Patrika

স্পেনে সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জির লা লিগা মিশন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০৪
স্পেনে সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জির লা লিগা মিশন

স্পেন সফরে গিয়ে খেলাধুলা ও শরীরচর্চায় বেশ মন দিয়েছেন মমতা ব্যানার্জি। স্প্যানিশ শহরে শাড়ি পরা অবস্থায় সঙ্গীদের নিয়ে তাঁর জগিং ইতিমধ্যেই ভাইরাল। সর্বশেষ ঘটনাটি হলো-ফুটবলের দেশে মমতার সঙ্গে দেখা গেছে এবার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলিকেও! তবে কোনো ক্রিকেট নয়, ফুটবলই এই দুজনই এক করেছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের মাদ্রিদ শহরে দেশটির সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগ ‘লা লিগা’র কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন বাংলার দুই আইকন। তরুণ প্রতিভার বিকাশে ভারতের পশ্চিমবঙ্গে একটি ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করতে লা লিগা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রুদ্ধদ্বার বৈঠকে দুই পক্ষের আলোচনায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। লা লিগা সভাপতি জ্যাভিয়ার টিবাসের সঙ্গে ওই বৈঠকে মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলি ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। 

চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, অবিসংবাদিত এই সমঝোতা স্মারক খেলোয়াড়ি মনোভাব, স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য ফুটবলের উন্নয়ন ঘটনাতে চায়। লা লিগা পশ্চিমবঙ্গে একটি ফুটবল প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরি করবে। 

জানা গেছে, চুক্তির আওতায় লা লিগার কোচেরা পশ্চিমবঙ্গের কোচ ও খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের ফুটবল ক্লাবগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে বিশেষজ্ঞও পাঠানো হবে। 

লা লিগা সভাপতি জ্যাভিয়ার টিবাসকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠানেরও প্রস্তাব দেন মমতা ব্যানার্জি। টিবাসকে তিনি বলেন, ‘আমাদের অতিথি হয়ে বাংলার ফুটবল উন্মাদনাকে অনুভব করুন।’ 

জনপ্রিয় রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা ক্লাব দুটি মূলত লা লিগারই ফুটবল দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত