ফ্যাক্টচেক ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি থেকে পুলিশ ১ হাজার ২০০ বস্তা চাল উদ্ধার করেছে। এ সময় তাঁর বাবা পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন নারী এক বয়স্ক ব্যক্তির উদ্দেশে বলেন, ‘এটা গরিব মানুষকে বিলানোর জন্য এই চাল দিছে, আপনার বাড়িতে রাখার জন্য এই চাল? আপনি এইটা কী করছেন!’ ওই ব্যক্তি বলেন, ‘আমারে দুইটা মিনিট একটু সুযোগ দেন।’ সেই নারী আবার বলেন, ‘আপনার সাথে এগুলা গল্প করতে আমরা আসি নাই।’ বয়স্ক লোকটি আবারও সময় চাইলে সেই নারী তখনো প্রত্যাখ্যান করেন। ভিডিওতে পুলিশের ইউনিফর্ম পরা এক যুবক উপস্থিত রয়েছেন।
‘বড় ভাই’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (২ জুন) রাত ১০টা ৩৬ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২ শো বস্তা চাল তার বাবা কে জবাব দিতে বললে সে পুলিশদের ঘুষ দিয়ে মেনেজ করার চেষ্টা করে।’ (বানান অপরিবর্তিত)
আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ১৪ লাখ দেখা হয়েছে এবং ৩ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৪৮৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১১ হাজার বার।
একাত্তর আমার চেতনা, দৈনিক আমাদের খবর নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং voice of Bangladesh নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি গতকাল সোমবার (২ জুন) প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর নারী, পুলিশ ও বয়স্ক ব্যক্তির চেহারা ও আশপাশের পরিবেশের মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চাঁদপুরে ভিজিএফের ১৬ বস্তা চালসহ ইউপি মেম্বার আটক’।
একই তারিখে ডিবিসি নিউজের ফেসবুক পেজেও একই শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।
ভিডিও প্রকাশের তারিখ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আজকের পত্রিকায় গতকাল সোমবার (২ জুন) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের বাড়ি থেকে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। গত রোববার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান চালায়। এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
এই প্রতিবেদনে ব্যবহৃত অভিযুক্ত মো. হুমায়ুন কবিরের ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বয়স্ক ব্যক্তির চেহারার মিল রয়েছে।
অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে ২০২৪ সালের ৯ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে আসিফ মাহমুদের বাবার পরিচয় ও ছবি পাওয়া যায়। এ থেকে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের বাবার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বয়স্ক ব্যক্তির চেহারার মিল নেই।
সুতরাং উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে পুলিশ ১২ শ বস্তা চাল উদ্ধার করেছে এবং এ সময় তাঁর বাবা পুলিশকে ঘুষ দেওয়ার করেছেন—এই দাবি মিথ্যা। ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। গত রোববার (১ জুন) দিবাগত রাতে চাঁদপুর উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধারের দৃশ্য এটি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি থেকে পুলিশ ১ হাজার ২০০ বস্তা চাল উদ্ধার করেছে। এ সময় তাঁর বাবা পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন নারী এক বয়স্ক ব্যক্তির উদ্দেশে বলেন, ‘এটা গরিব মানুষকে বিলানোর জন্য এই চাল দিছে, আপনার বাড়িতে রাখার জন্য এই চাল? আপনি এইটা কী করছেন!’ ওই ব্যক্তি বলেন, ‘আমারে দুইটা মিনিট একটু সুযোগ দেন।’ সেই নারী আবার বলেন, ‘আপনার সাথে এগুলা গল্প করতে আমরা আসি নাই।’ বয়স্ক লোকটি আবারও সময় চাইলে সেই নারী তখনো প্রত্যাখ্যান করেন। ভিডিওতে পুলিশের ইউনিফর্ম পরা এক যুবক উপস্থিত রয়েছেন।
‘বড় ভাই’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (২ জুন) রাত ১০টা ৩৬ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২ শো বস্তা চাল তার বাবা কে জবাব দিতে বললে সে পুলিশদের ঘুষ দিয়ে মেনেজ করার চেষ্টা করে।’ (বানান অপরিবর্তিত)
আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ১৪ লাখ দেখা হয়েছে এবং ৩ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৪৮৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১১ হাজার বার।
একাত্তর আমার চেতনা, দৈনিক আমাদের খবর নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং voice of Bangladesh নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি গতকাল সোমবার (২ জুন) প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর নারী, পুলিশ ও বয়স্ক ব্যক্তির চেহারা ও আশপাশের পরিবেশের মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চাঁদপুরে ভিজিএফের ১৬ বস্তা চালসহ ইউপি মেম্বার আটক’।
একই তারিখে ডিবিসি নিউজের ফেসবুক পেজেও একই শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।
ভিডিও প্রকাশের তারিখ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আজকের পত্রিকায় গতকাল সোমবার (২ জুন) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের বাড়ি থেকে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। গত রোববার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান চালায়। এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
এই প্রতিবেদনে ব্যবহৃত অভিযুক্ত মো. হুমায়ুন কবিরের ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বয়স্ক ব্যক্তির চেহারার মিল রয়েছে।
অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে ২০২৪ সালের ৯ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে আসিফ মাহমুদের বাবার পরিচয় ও ছবি পাওয়া যায়। এ থেকে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের বাবার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বয়স্ক ব্যক্তির চেহারার মিল নেই।
সুতরাং উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে পুলিশ ১২ শ বস্তা চাল উদ্ধার করেছে এবং এ সময় তাঁর বাবা পুলিশকে ঘুষ দেওয়ার করেছেন—এই দাবি মিথ্যা। ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। গত রোববার (১ জুন) দিবাগত রাতে চাঁদপুর উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধারের দৃশ্য এটি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৯ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫