স্পালেত্তি-জাভির প্রথম, পিএসজিতে গালতিয়েরেরও!
‘নতুন স্বাদের খোঁজ’ কে না চায়। নতুনের কেতন উড়িয়ে এবার ভাগ্যের শিকে ছিঁড়েছে বেশ কয়েকজন কোচের। প্রথমবারের মতো লিগ শিরোপা উঠতে যাচ্ছে তাঁদের হাতে। চলতি মৌসুম প্রায় শেষের দিকে। লিগ শিরোপা তো বটেই, ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ