ক্রীড়া ডেস্ক
এবারের মৌসুমে অন্যান্য প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে থাকলেও লা লিগার সময়টা রিয়াল মাদ্রিদের জন্য কঠিন যাচ্ছিল। গতকাল জিরোনার বিপক্ষে ৪-২ গোলের হার লা লিগার হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। এতে করে শিরোপা ধরে রাখা তাদের অসম্ভব হয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
এটা বুঝেই হয়তো জিরোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়ালের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন কার্লো আনচেলত্তি। লস ব্ল্যাংকোসদের কোচ বলেছেন, ‘ম্যাচটি রিয়ালকে প্রতিনিধিত্ব করে না। আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী। তবে আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে।’
জিরোনার মাঠে হারার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘বিষয়টি জটিল কিন্তু ব্যাখ্যা করা সহজ। শেষ ম্যাচটির মতো আমরা আগ্রাসী খেলতে পারিনি। প্রতিশ্রুতিরও যথেষ্ট ঘাটতি ছিল। বল পায়ে আমরা ভালোই খেলছিলাম। কিন্তু বল পায়ে না থাকায় বেশ ফাঁকা জায়গা তৈরি হয়েছিল।’
সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে অন্য টুর্নামেন্টে ভালো করার আশা ব্যক্ত করে আনচেলত্তি বলেছেন, ‘বুঝতে পারছি আপনারা আঘাত পেয়েছেন। আমরা ক্ষমা চাইছি। তবে আপনারা জানেন যে আমরা সামনে ভালো করব। বিশেষ করে কোপা দেল রের ফাইনাল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে।’
লিগের ৯ নম্বর দল হলেও গতকাল নিজেদের চেনা মাঠে দুর্দান্ত খেলে জিরোনা। রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ২৪ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যায় তারা। ২টি গোলই করেন তাতি কাস্তেয়ানোস। তবে ৩৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বরাতে ১ গোল শোধ করে বিরতিতে যায় রিয়াল।
কিন্তু বিরতি শেষে শুরুর মিনিটে তৃতীয় গোল হজম করে বসে লস ব্ল্যাংকোসরা। ৪৬ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তাতি। পরে ৬২ মিনিটে আরেকটি গোল করে একুশ শতকে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়ালের বিপক্ষে ৪ গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার। সর্বশেষ ১৯৪৭ সালে রিয়ালের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ওভিয়েদোর স্ট্রাইকার এস্তেবান এচেভেরিয়া। আর শেষ দিকে ৮৫ মিনিটে লুকাস ভাসকেজ আরেকটি গোল শোধ দিয়ে রিয়ালের পরাজয়ের ব্যবধান শুধু কমান।
এই হারে শিরোপার লড়াই থেকে বলা যায় ছিটকে গেছে রিয়াল। অন্যদিকে লাভ হয়েছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্টে এগিয়ে কাতালান ক্লাব। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে জাভি হার্নান্দেজের দল শীর্ষে। আর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
এবারের মৌসুমে অন্যান্য প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে থাকলেও লা লিগার সময়টা রিয়াল মাদ্রিদের জন্য কঠিন যাচ্ছিল। গতকাল জিরোনার বিপক্ষে ৪-২ গোলের হার লা লিগার হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। এতে করে শিরোপা ধরে রাখা তাদের অসম্ভব হয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
এটা বুঝেই হয়তো জিরোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়ালের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন কার্লো আনচেলত্তি। লস ব্ল্যাংকোসদের কোচ বলেছেন, ‘ম্যাচটি রিয়ালকে প্রতিনিধিত্ব করে না। আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী। তবে আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে।’
জিরোনার মাঠে হারার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘বিষয়টি জটিল কিন্তু ব্যাখ্যা করা সহজ। শেষ ম্যাচটির মতো আমরা আগ্রাসী খেলতে পারিনি। প্রতিশ্রুতিরও যথেষ্ট ঘাটতি ছিল। বল পায়ে আমরা ভালোই খেলছিলাম। কিন্তু বল পায়ে না থাকায় বেশ ফাঁকা জায়গা তৈরি হয়েছিল।’
সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে অন্য টুর্নামেন্টে ভালো করার আশা ব্যক্ত করে আনচেলত্তি বলেছেন, ‘বুঝতে পারছি আপনারা আঘাত পেয়েছেন। আমরা ক্ষমা চাইছি। তবে আপনারা জানেন যে আমরা সামনে ভালো করব। বিশেষ করে কোপা দেল রের ফাইনাল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে।’
লিগের ৯ নম্বর দল হলেও গতকাল নিজেদের চেনা মাঠে দুর্দান্ত খেলে জিরোনা। রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ২৪ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যায় তারা। ২টি গোলই করেন তাতি কাস্তেয়ানোস। তবে ৩৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বরাতে ১ গোল শোধ করে বিরতিতে যায় রিয়াল।
কিন্তু বিরতি শেষে শুরুর মিনিটে তৃতীয় গোল হজম করে বসে লস ব্ল্যাংকোসরা। ৪৬ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তাতি। পরে ৬২ মিনিটে আরেকটি গোল করে একুশ শতকে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়ালের বিপক্ষে ৪ গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার। সর্বশেষ ১৯৪৭ সালে রিয়ালের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ওভিয়েদোর স্ট্রাইকার এস্তেবান এচেভেরিয়া। আর শেষ দিকে ৮৫ মিনিটে লুকাস ভাসকেজ আরেকটি গোল শোধ দিয়ে রিয়ালের পরাজয়ের ব্যবধান শুধু কমান।
এই হারে শিরোপার লড়াই থেকে বলা যায় ছিটকে গেছে রিয়াল। অন্যদিকে লাভ হয়েছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্টে এগিয়ে কাতালান ক্লাব। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে জাভি হার্নান্দেজের দল শীর্ষে। আর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে